BRAKING NEWS

টেক্সাসে হারিকেন হার্ভিতে ক্ষতির ২৩ বিলিয়ন ডলার

টেক্সাস, ৩১ আগস্ট (হি.স.): টেক্সাসে হারিকেন হার্ভিতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ বিলিয়ন ডলার। উপগ্রহ থেকে তোলা ছবি থেকে এই তথ্য জানা গিয়েছে। তবে উপগ্রহ যে ছবি পাঠিয়েছে তাতে এই ক্ষতির পরিমাণ আংশিক। টেক্সাসের হ্যারিস কান্ট্রির ৬০০ স্কোয়ার কিলোমিটার এলাকা ও গ্যালভেস্টন কান্ট্রির ১৩২ কিলোমিটার এলাকায় বন্যা চলছে। বন্যায় এই দুটি জায়গাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ বিলিয়ন ডলার।
সূত্রের খবর, হার্ভির জেরে এখনও পরিস্থিতি অস্বাভাবিক। রাস্তাঘাট, হাইওয়ে জলের তলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বাড়িঘর। উল্লেখ্য, ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনায় ক্ষতির পরিমাণ ছিল ১৬০ বিলিয়ন ডলার। এছাড়া ২০১২ সালে হারিকেন স্যান্ডিতে ক্ষতির পরিমাণ ছিল ৭০ বিলিয়ন ডলার। এই তথ্য পাওয়া গিয়েছে ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সূত্রে।
এদিকে সাম্প্রতিক হারিকেন হার্ভিতে যে পরিমাণ সম্পত্তির ক্ষতি হয়েছে, তার সিংহভাগেরই বিমা করানো নেই বলে জানা গিয়েছে। সূত্রের খবর, হার্ভির প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় মোকাবিলা করতে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। গত ৫০ বছরের ভিতর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া হার্ভির টেক্সাসে আঘাত হানে গত শুক্রবার রাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *