BRAKING NEWS

রাজ্যভাগের দাবিতে ত্রিপাক্ষিক বৈঠক না হলে রাজ্যের পরিবেশ বিষিয়ে উঠবে, কড়া হুঁশিয়ারী আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ রাজ্যভাগের দাবিতে ত্রিপাক্ষিক বৈঠক অনতিবিলম্বে না হলে রাজ্যের পরিবেশ বিষিয়ে উঠবে, কড়া

বুধবার জনজাতি দিবস উপলক্ষ্যে খুমুলুঙে আইপিএফটির র্যালী এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে৷ ছবি নিজস্ব৷

হুশিয়ারি দিলেন আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা৷ পাশাপাশি জানালেন, পৃথক রাজ্যের দাবি না মানলে কোন রাজনৈতিক দলের সাথে নির্বাচনী আতাঁত করবে না আইপিএফটি৷ বরং, ৫০টি আসনে দল প্রার্থী দিতে প্রস্তুত হয়ে আছে, তাও জানিয়েছেন৷
২৩ আগস্ট বুধবার জনজাতি দিবস উপলক্ষ্যে টানটান উত্তেজনার মধ্য দিয়ে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সদর দফতর খুমুলুঙে আইপিএফটির র্যালী এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে৷ এই র্যালী এবং সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল৷ এরই মধ্যে আইপিএফটির রাজ্য সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা পৃথক রাজ্যের দাবী নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন৷ খুমুলুঙের খুমপুই একাডেমী সুকল মাঠে আয়োজিত এই বিক্ষোভ সভায় প্রচুর সংখ্যক উপজাতি অংশের জনগণ সামিল হয়েছিলেন৷ এর আগে বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে৷ আইপিএফটির সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা সভায় বলেন, সংগঠন ঐক্যবদ্ধ ভাবে বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে৷ আর এর মহড়া দেওয়া হচ্ছে আজ৷ তিনি বলেন, গত বছরের ২৩ আগস্ট, ঠিক আজকের দিনেই তিপ্রাল্যান্ডের দাবীতে দল আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করেছিল৷ কিন্তু সেই আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়৷ শহরের গাড়ি পোরানো থেকে শুরু করে মারপিট সবই হয়েছে৷ এর দায় আইপিএফটির উপর চাপানো হয়েছে৷ কিন্তু, এই ঘটনার তদন্তের রিপোর্ট এক বছর বাদেও প্রকাশ করা হয়নি৷ কারণ, এই ঘটনার পেছনে ক্ষমতাসীন সিপিআইএম’র ষড়যন্ত্র ছিল৷ অথচ আইপিএফটিকে মিথ্যা দোষ দিয়ে আগরতলায় সভা ও মিছিল সংগঠিত করতে দেওয়া হয়নি৷ তাঁর হুশিয়ারী, পুলিশ দিয়ে আইপিএফটিকে দমিয়ে রাখা যাবে না৷
এদিন তিনি বলেন, পৃথক রাজ্যের দাবীকে সামনে রেখে অনতিবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রি-পাক্ষিক বৈঠক ডাকা না হলে বড় ধরনের আন্দোলন সংগঠিত করা হবে৷ সারা রাজ্য জুড়ে এই আন্দোলন চলবে৷ তাতে আইন-শৃঙ্খলাও বিঘ্নিত হতে পারে৷ তিনি দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, অনেক দিন অপেক্ষা করেছে দল৷ এখন দাবী আদায়ে বৃহত্তর প্রতিরোধ গড়ে তুলতে হবে৷
এদিন তিনি আরও বলেন, রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দল পৃথক রাজ্যের দাবীকে সমর্থন করবে না তাদের সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে কোন ধরনের আসন সমঝোতায় যাবে না আইপিএফটি৷ রাজ্যের ৬০ টি বিধানসভার কেন্দ্রের মধ্যে ৫০টিতে একক ভাবে প্রার্থী দেবার জন্য আইপিএফটি তৈরি রয়েছে৷
এদিন, আইপিএফটির বিক্ষোভ সভাকে কেন্দ্র করে খুমুলুঙ সহ সমগ্র এলাকাজুড়ে প্রচুর সংখ্যক নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছিল৷ জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সমস্ত কিছু শান্তিপূর্ণভাবে চললেও বিস্তীর্ণ এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে৷ আইপিএফটির জমায়েতে আগত কর্মী সমর্থকরা ফিরে না যাওয়া পর্যন্ত উত্তেজনা বহাল থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *