BRAKING NEWS

আমেরিকার ওহাইওতে বিচারককে গুলি করে হত্যার চেষ্টা

ওয়াশিংটন, ২২ আগস্ট (হি.স) : অতর্কিত আক্রমণ চালিয়ে আমেরিকার ওহাইওতে এক বিচারককে গুলি করে হত্যা করার চেষ্টা করল এক দুষ্কৃতি । বিচারক জোশেফ ব্রওজিস জুনিয়রকে স্থানীয় সময় সোমবার সকাল আটটায় ওহাইওর স্টুবেনবিলে জেফারসন কাউন্টি কোর্ট চত্বরের মধ্যে গুলি করে হত্যা করার চেষ্টা করল এক দুষ্কৃতি । ওই দুষ্কৃতিকে চিহ্নিত করেছে পুলিশ । তার নাম নাথানিয়াল রিচমন্ড । কিন্তু তার এই গুলি চালানোর পেছনে কি উদ্দেশ্য সেটা এখনো পর্যন্ত জানতে পারেনি পুলিশ ।
আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ বিচারককে হেলিকপ্টারে করে পিটসবার্গের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । জানানো হয়েছে তার দ্রুত অস্রপচারের পরে তিনি তাড়াতাড়ি চিকিৎসায় সাড়া দিচ্ছেন । উল্লেখ্যযোগ্য বিষয় হল ওই বিচারক ১৯৯৮ শাল থেকে জেফারসন কাউন্টি কোর্টের সঙ্গে যুক্ত । কিন্তু এই হত্যাকান্ডের সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত নাথানিয়াল রিচমন্ড এখনও অধরা । পুলিশ এক গাড়ি চালককে গ্রেফতার করেছে । সেই গাড়িচালকের বিরুদ্ধে অভিযোগ যে সেই অভিযুক্ত নাথানিয়াল রিচমন্ডকে কোর্টে নিয়ে এসেছিল । জেরায় ওই গাড়িচালক জানিয়েছে যে সে এ ব্যাপারে কিছুই জানে না । গোটা বিষয়টির তদন্ত করছে ওহাইও ব্যরো অফ ক্রিমিন্যাল ইনভেসটিকেশন । পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে ব্যক্তি গুলি চালিয়েছে সে এর আগে জেলে গিয়েছিল ।
সূত্র থেকে আরও জানা যাচ্ছে নাথানিয়াল রিচমন্ড হলেন মালিক রিচমন্ডের ছেলে যার বিরুদ্ধে ২০১২ সালে ধর্ষণের অভিযোগ উঠেছিল । পরে তাকে এর জন্য জেলে যেতে হয়েছিল । সেই বিচারের বিচারক ছিলেন জোশেফ ব্রওজিস জুনিয়র । সেই পুরনো প্রতিহিংসা থেকে এই গুলি করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ । এই হানার পরে বন্ধ করে দেওয়া হয় কোর্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *