BRAKING NEWS

ভারত-চিন সহযোগিতার উপর গ্লোবাল সেমিনার বাতিল করল চিনা কনস্যুলেট

কলকাতা, ৮ আগস্ট (হি.স.): ভারতীয় রিসার্চ ইন্সটিটিউট এবং একটি চিনা থিঙ্ক ট্যাঙ্ক-এর উদ্যোগে চলতি মাসের ১০ তারিখ কলকাতায় `বিআরআই, বিসিআইএম এবং পূর্ব ভারতের ভূমিকা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার হওয়ার কথা ছিল| কিন্তু, প্রযুক্তিগত কারণে ওই আন্তর্জাতিক সেমিনার চিনা কনস্যুলেট-এর দ্বারা আপাতত স্থগিত রাখা হয়েছে| আচমকা আন্তর্জাতিক সেমিনার স্থগিত রাখায় মঙ্গলবার দুঃখপ্রকাশ করেছেন এশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্স (এজিএ)-এর এক মুখপাত্র| তিনি জানিয়েছেন, `আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী’| আগামি বৃহস্পতিবার-এর গ্লোবাল সেমিনার নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের কাছ থেকে দারুণ প্রতিক্রিয়া এসেছে| গ্লোবাল সেমিনারে আলোচনার প্রধান বিষয় ছিল, চিন ও পূর্ব ভারতের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া এবং আর্থ-সামাজিক বিনিময় নিয়ে আলোচনা| ভারতের শীর্ষ রিসার্চ ইন্সটিটিউট `গ্লোবাল অ্যাফেয়ার্স এশিয়া’ ও চিনের থিঙ্ক ট্যাঙ্ক `রিসার্চ ইন্সটিটিউট ফর দ্য ইন্ডিয়ান ওশান ইকোনমিক্স’ (আরআইআইও)-এর সহযোগিতায় আন্তর্জাতিক সেমিনার হওয়ার কথা ছিল|
বর্তমানে ভারত ও চিনের সম্পর্ক অত্যন্ত তিক্ত| এই প্রেক্ষাপটে গত শুক্রবার কলকাতায় নিযুক্ত চিনের কনসাল জেনারেল মা জাঝুওয়ু সেমিনারের গুরুত্ব বিশ্লেষণ করে জানান, এক দিন ব্যাপী আলোচনা সভায় ৪টি সেশন থাকবে| লক্ষ্য থাকবে বিআরআই এবং ভৌগোলিক সম্ভাবনা এবং বিসিআইএম| তিনি আরও জানান, দিল্লি, কলকাতা, বেজিং, সাংহাই এবং কুনমিং থেকে প্রায় এক ড’জন বিদ্বজন প্রতিনিধিরা সেমিনারে অংশ নেওযার কথা| তাঁরা এই সমস্ত বিষয়ে নিজেদের মতামত ভাগ করে নেবেন এবং পররর্তী পদক্ষেপের জন্য সুপারিশ করবেন| প্রস্তাবিত এক দিনের সেমিনারে ভারত ও চিনের মধ্যে বৃহত্তর সহযোগিতার সম্ভাবনার দিকে নজর দেওয়ার লক্ষ্য ছিল| মা জাহানওয়ু বলেছেন, শহরে চিনের কনস্যুলেট ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সঙ্গে কাজ করছে, যাতে ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধি দল চিনে পাঠানো যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *