BRAKING NEWS

নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারকে সময় বেঁধে দিয়ে আমরণ অনশনের হুমকি সর্বশিক্ষার শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷  রাজ্যের সর্ব শিক্ষার নিযুক্ত শিক্ষকরা তাদের নিয়মিত করনের দাবীতে প্রকল্প অধিকর্তাকে ঘেরাও করলেন৷ ত্রিপুরা এস এস এ টিটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন নামের এই সংগঠনটি যদিও আলোচনার পর চলতি মাস পর্যন্ত সময় দিয়ে ঘেরাও প্রত্যাহার কবে নিয়েছে৷ তবে তাদের দাবী মানা না হলে আগমী ১লা আগস্ট থেকে আমরণ অনশনের বসার হুমকি দিয়েছে সর্ব শিক্ষার নিযুক্ত শিক্ষকরা৷ সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও রাজ্যের বিভিন্ন স্থানে কর্মরত সর্ব শিক্ষায় নিযুক্ত শিক্ষকরা রাজধানী আগরতলায় এসে সর্বশিক্ষা প্রকল্পের প্রকল্প অধিকর্তা কুন্তল দাসকে ঘেরাও করেন৷ দীর্ঘদিন দরে দাবী সত্ত্বেও তাদের দাবী পূরণ করা হচ্ছে যে বলে তারা অভিযোগ করেন৷ পরে প্রকল্প অধিকর্তা কুন্তল দাসের সঙ্গে তাদের আলোচনা হয়৷ তাদের দাবী উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে পৌছে দেবার আশ্বাস পেয়ে তারা ঘেরাও প্রত্যাহার করে নেন৷ পরে সর্ব শিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নেতা বাস্তব দেববর্মা সাংবাদিকদের জানান তাদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে৷ রাজ্য সরকার তাদের ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন৷ যদিও রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে৷ তিনি বলেন, চলতি মাস পর্যন্ত রাজ্য সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে৷ এই সময়ের মধ্যে সর্ব শিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করণের প্রক্রিয়া গ্রহণ করা না হলে আগামী ১ লা আগস্ট থেকে সর্ব শিক্ষায় নিযুক্ত শিক্ষকরা আমরণ অনশনে বসবেন৷ ১লা আগস্ট সকাল ১০টায় সার্কিট হাউস গান্ধী মূর্তির সামনে অনির্দিষ্ট সময়ের জন্য আমরন অনশন শুরু করার কথা জানিয়েছেন তিনি৷ তিনি বলেন, রাজ্য সরকারের উদাসীনতা আর বরদাস্ত করা যাবে না৷ দেশের অন্যান্য রাজ্যে এই প্রকল্পে দীর্ঘদিন ধরে কাজ করে আসা শিক্ষকদের নিয়মিত করা হয়েছে৷ ত্রিপুরাই এর ব্যতিক্রম৷ শুধু তাই নয় এই প্রকল্পে দেওয়া কেন্দ্রীয় অর্থ নিয়ে বড় ধরনের দুর্নীতিও হয়েছে৷ নিয়মিত করার উপযুক্ত আইনি ভিত্তি থাকা সত্ত্বেও রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না৷ সর্ব শিক্ষায় নিযুক্ত শিক্ষকরা ধরেই নিয়মিত-করনের দাবী জানিয়ে আসছিল৷ এবিষয়ে তারা রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত বিভিন্ন সময় সাক্ষাত করেছেন এবং  তাদের দাবী পেশ করেছেন৷ যদিও এখনো পর্যন্ত তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ অভিযোগ শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের জীবন জীবিকার গ্যারান্টি নিয়ে উদাসীন রাজ্য সরকার৷ বহুবার শিক্ষামন্ত্রী, শিক্ষা অধিকর্তার দরবারে কড়া নেড়ে হতাশ হয়েছেন সর্বশিক্ষা মিশনে নিযুক্ত সমস্ত শিক্ষকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *