BRAKING NEWS

দক্ষিণাঞ্চলীয় ইরানে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৫.৪

তেহরান, ২৪ জুলাই (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণাঞ্চলীয় ইরানের বিস্তীর্ণ অঞ্চল| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪| মৃদু ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| তবে ভূকম্পনের পরেই দক্ষিণাঞ্চলীয় ইরানের প্রত্যন্ত এলাকায় বিদু্যত্ চলে যায়| আলো নিভতেই ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হয় গোটা এলাকা| ইরানের ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত ১০টা নাগাদ ৫.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের কেরমানে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| ভূকম্পনের জেরে এখনও পর‌্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

উল্লেখ্য, ২০০৩ সালে ৬.৬ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইরানের বাম শহর| শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *