BRAKING NEWS

সাংসদদের বেতন সচিবদের থেকেও কম, বেতন বৃদ্ধির দাবি নরেশ-এর

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): সচিবদের থেকেও সাংসদদের বেতন কম| তাই সাংসদদের বেতন ও ভাতা বৃদ্ধির দাবি জানালেন সমাজবাদী পার্টির সাংসদ নরেশ আগরওয়াল| ৱুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় সপা সাংসদ নরেশ আগরওয়াল বলেছেন, সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের পর দেখা হচ্ছে, সচিবদের থেকেও সাংসদদের বেতন কম| আর তাই সাংসদদের বেতন ও ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি|

তবে এই প্রথম নয়, গত বছরও বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন সপা সাংসদ নরেশ আগরওয়াল| উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পর প্রতি মাসে ২.৫ লাখ টাকা বেতন পাচ্ছেন ক্যাবিনেট সচিবরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *