BRAKING NEWS

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৬.৭

সিঙ্গাপুর, ১৩ জুলাই (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ পাপুয়া নিউ গিনির রাবাউল শহর| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭| জোরালো ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার ৬.৭ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে পাপুয়া নিউ গিনির রাবাউল শহর| ভূমিকম্পের উত্সস্থল ছিল নিউ ব্রিটেন দ্বীপের ১২৮ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে, ভূগর্ভের ৩৩ কিলোমিটার (২১ মাইল) গভীরে|
শক্তিশালী ভূমিকম্পের পরই হাওয়াই ভিত্তিক প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র-র তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের ফলে সুনামির কোনও সম্ভাবনা নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *