BRAKING NEWS

বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি, চাষীদের মাথায় হাত, দপ্তর কুম্ভনিদ্রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ বন্যার প্রকোপে গোটা কল্যানপুর ব্লক এলাকার বিস্তৃর্ণ অংশের চাষীরা৷ খোয়াই নদীর পাশ্ববর্তী গ্রাম কমলনগর, মনমনসিং পাড়া, মরগাং পাড়া, ঘিলাতলী, দক্ষিন ঘিলাতলী, পশ্চিম ঘিলাতলী, সরঞ্জয় চৌধুরী পাড়া, গোপাল নগর, কুচপাড়া, দীঘিরপাড়, বাংলাবাহাদূর গৌরাঙ্গটিলা, শান্তিনগরের চাষীদের কপালে হাত৷ লক্ষ লক্ষ টাকার মরশুমের ফলস নষ্ট হয়েছে৷ কৃষি স্বয়ম্ভরতার গল্প শুনালেও রাজ্যে কৃষকরা সার্বিক সহায়তা থেকে বঞ্চিত৷ ঝিঙ্গে, কারকল, কাঁচালঙ্কা, পটলচাষীদের মাথায় হাত পড়লেও স্থানীয় বিপ্লবীরা নীরব দর্শকের ভূমিকায়৷ বহুবার বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীরা আবেদন করেছিল কৃষি দপ্তর সাহায্য করার জন্য৷ লক্ষ লক্ষ টাকা ধার নিয়ে চাষাবাদ করে এখন হতাশায় দিন কাটাচ্ছেন৷ মহকুমা কৃষি দপ্তরের আধিকারিক জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতির তথ্য সংগ্রহ করা হয়েছে৷ প্রাথমিক ক্ষতির পরিমান ৯৮৫ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবী করেন তিনি৷ বন্যা দূর্গত চাষীদের আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া নিয়ে কাগজে কলমে হিসাবে ব্যস্ত৷ আদৌ সরকারী সাহায্য পাবে কিনা উত্তরটার খোঁজেন ক্ষতিগ্রস্ত চাষীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *