BRAKING NEWS

দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৫

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলায় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃতু্য হল একই পরিবারের মোট ৫ জনের| সোমবার রাতের এই মর্মান্তিক ঘটনায় জখম হয়েছেন আরও ৪ জন| আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ইএসআই হাসপাতাল এবং সফদরগঞ্জ-এর হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদের মধ্যে তিন জন মহিলা, একটি শিশু ও ওই পরিবারের এক জন পুরুষ সদস্য রয়েছেন|
ডিসিপি দক্ষিণ-পূর্ব রোমিল বানিয়া জানিয়েছেন, সোমবার রাত ৯টা নাগাদ ওখলা ফেজ-১ এলাকায়, টাটা স্টিল অফিসের সামনের বস্তির একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়| গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরই আগুনের লেলিহান শিখা দোকান ও পাশের দু’টি ঝুপড়িতে ছড়িয়ে পড়ে| দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পেঁৗছে প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে|
দমকলের পদস্থ এক কর্তা জানিয়েছেন, রাত ৯.৫৬ মিনিট নাগাদ ফোন করে আগুন লাগার কথা জানানো হয়| প্রায় সঙ্গে সঙ্গেই আগুন নেভাতে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের দু’টি ইঞ্জিন| রাত ১০.৫৯ মিনিট নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে| ডিসিপি দক্ষিণ-পূর্ব রোমিল বানিয়া জানিয়েছেন, অগ্নিদ্বগ্ধ হয়ে যে ৫ জনের মৃতু্য হয়েছে তাঁদের নাম হল খুশি (৬), ঊষা (৪০), শশীকান্ত (২০)| বাকি দু’জনের নাম ও পরিচয় এখনও অজানা| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর‌্যন্ত জানা যায়নি| দমকল আধিকারিকরা মনে করছেন, গ্যাস সিলিন্ডারের রেগুলেটরে লিকেজের কারণেই হয়তো আগুন লেগেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *