BRAKING NEWS

মহিলাদের উপর নির্যাতন সিপিএমের প্রতিহিংসামূলক রাজনীতির হাতিয়ার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ মহিলাদের উপর নির্যাতন সিপিএমের প্রতিহিংসামূলক রাজনীতির হাতিয়ার, এই অভিযোগ করেছে বিজেপি৷ এদিকে, জাতীয় মহিলা কমিশনের কাছে সম্প্রতি রাজ্য সফর করে যাওয়া কমিশনের সদস্যা সুষমা শাহুর বিরুদ্ধে নালিশ জানিয়েছেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য৷ ঐ সদস্যা রাজ্যে এসে রাজনৈতিক রঙ মেখে কাজ করেছেন এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার বদলে বামফ্রন্ট সরকারের নিন্দায় সরব হয়েছেন৷ তাই তিনি জাতীয় মহিলা কমিশনের কাছে ঐ সদস্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন৷
রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিষয়টি সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অসমের অর্থমন্ত্রী তথা উত্তরপূর্বাঞ্চল গনতান্ত্রিক জোট (নেডা) এর চেয়ারম্যান হেমন্ত বিশ্বশর্র্ম৷ শুক্রবার বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘ত্রিপুরার মহিলা সংক্রান্ত অপরাধ সবচেয়ে বেশি হচ্ছে৷ সিপিআইএম এই ধরনের অপরাধ কে বিরোধী দমনের জন্য হাতিয়ার হিসাবে নিয়েছে৷ বিরোধী দলের কর্মী সমর্থকদের পরিবারের মহিলা সদস্যদের উপর আক্রমণ খুন, ধর্ষণ সংঘটিত করা হচ্ছে’’৷ তিনি বলেন, ‘‘পুলিশ এসব ক্ষেত্রে কোন ব্যবস্থাই নিচ্ছে না৷ পার্টি সিপিআইএমের সর্বভারতীয় নেত্রী বৃন্দা কারাতকে এবিষয়ে প্রশ্ণ করতে চায় তিনি এসব বিষয়ে উৎসাহ দিচ্ছেন কিনা? তবে বিজেপি এসব বরদাস্ত করবে না’’৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্র্বচনী ক্ষেত্রে গত ৭ জুন এক উপজাতি রমণীর উপর গণধর্ষণ সংগঠিত হয়, পরে তাকে হত্যা্য করা হয়৷ কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ পর্যন্ত ওই পরিবারের কাছে গিয়ে কিংবা প্রয়াতার পিতা মাতাকে ডেকে সমবেদনা জানাননি৷ ত্রিপুরা বলে বিষয়গুলি এত প্রচারে আসছে না৷ কিন্তু অন্য রাজ্যে এমন হলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ঝড় উঠত’’৷ ত্রিপুরার বাস্তব চিত্র সর্বভারতীয় স্তরে এত প্রচারে আসছে না৷ তবে তাদের দিন ফুরিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন৷
এদিকে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে লেখা চিঠিতে সাংসদ ঝর্ণা দাস বৈদ্য অভিযোগ করেন, কমিশনের সদস্যা সুষমা সাহু রাজ্য সফরে এসে নিরপেক্ষ ভূমিকা নেননি৷ বরং বিজেপি’র হয়ে কাজ করেছেন৷ তাই তিনি, কমিশনের কাছে ঐ সদস্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *