BRAKING NEWS

শিক্ষা অধিকর্তা সকাশে চাকুরীচ্যুত শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ রেগুলার স্কেলে পুনরায় নিয়োগ সহ চার দফা দাবী নিয়ে বুধবার বিদ্যালয় শিক্ষা

চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক সংগঠনের প্রতিনিধি বুধবার শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে৷ নিজস্ব ছবি৷

দপ্তরের সেকেন্ডারী এডুকেশনের অধিকর্তাকে ডেপুটেশন দিয়েছেন চাকুরীচ্যুত ১০,৩২৩ জন শিক্ষকদের সংগঠন অল ত্রিপুরা ১০৩২৩ টিচার্স এসোসিয়েশন৷
সংগঠনের পক্ষ থেকে এদিন যে দাবী সনদ পেশ করা হয়েছে, সেগুলি হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে ১০২৩২ জন চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকাদের অতি শীঘন্ডঙরই পুনঃনিয়োগের (রেগুলার পে অফ স্কেল) ব্যবস্থা করতে হবে৷
তাদের সার্ভিস কন্টিনিউয়েশন বজায় রাখতে হবে এবং কোন আর্থিক ক্ষতির সম্মুখে যেন পরতে না হয় তার সুনিশ্চয়তা প্রদান করতে হবে৷ ভবিষ্যতে যাতে পুনরায় আইনী জটিলায় পরতে না হয় তা সুনিশ্চিত প্রদান করতে হবে৷ একই সঙ্গে সংগঠন দাবী করেছে, সুপ্রিম কোর্টের রায়ে ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকা সম্পর্কে বিভিন্ন মহলে মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরকার এবং শিক্ষা দপ্তরের দৃষ্টিকোণ ও মতামত প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে ব্যক্তিগত ভাবে বা লিখিত আকারে জানানোর দাবী করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *