BRAKING NEWS

পুটিয়ায় গাঁজা ও চম্পকনগরে বিস্তর পরিমান ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২১ জুন ৷৷ সিপাহীজলা জেলার অন্তর্গত পুটিয়া এলাকা থেকে গোয়েন্দার গোপন খবরের সূত্রে সুলতান আহমেদের বাড়ী থেকে ৫২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেল পুলিশ৷ জানা যায় এলাকায় বিভিন্ন জায়গায় চলছে শুকনো গাঁজার রমরমা ব্যবসা৷ বিশালগড় এলাকা থেকে আরো অনেকবার বিশালগড় থানার পুলিশ ও মহকুমার পুলিশ আধিকারিকরা গোপনসূত্রে শুকনো গাঁজা আটক করে৷ বুধবার পুটিয়া এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে রাত্র দশটা নাগদ এই এলাকার সুলতান আহমেদের বাড়ীতে হানা দেয় পুলিশ৷ তল্লাশী চালিয়ে পাঁচটি প্লাস্টিক ড্রামে প্রায় ৫২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে৷ অভিযান চালায় জেলা এডিশনাল এস পি, ডি এস পি ও কলমচৌড়ার ওসি এই শুকনো গাঁজা উদ্ধার করে৷ আগামী দিনও এই অভিযান চলবে৷
এদিকে চম্পকনগর থেকে পুলিশ আজ সকালে নেশা সামগ্রী বোঝাই ট্রাক আটক করেছে৷ যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানা গেছে৷ পুলিশের কাছে আগেই খবর ছিল চূড়াইবাড়ি টেকপোষ্ট হয়ে লরি ভর্তি নেশা সামগ্রী আসছে আগরতলায়৷ গোপন এই খবরের ভিত্তিতে পুলিশ চম্পকনগরের সাধুপাড়ায় জাতীয় সড়কে অভিযান চালাতে শুরু করে৷ লরিটি আসতেই পুলিশ সেটি আটক করে৷ তল্লাসি চালিয়ে লরি থেকে পাওয়া যায় ফেন্সিডিল ও কোরেক্স সহ অন্যান্য নেশা সামগ্রী৷ পুলিশ লরির চালক এবং সহ চালককে গ্রেপ্তার করে৷ আটক নেশা সামগ্রীগুলি শহরের কুখ্যাত এক ফেন্সি কারবারীর বলে জানা গেছে৷ পুলিশ নাম ঠিকানাও হাতে পেয়েছে৷ সেই সুত্র ধরে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *