BRAKING NEWS

চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিআইডি অফিসে আনোয়ারা ছাত্র সমাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ আনোয়ারা হত্যাকান্ডের তদন্তভার ন্যাস্ত করা হয়েছিল সিআইডির হাতে৷ মামলার এক মাস হয়ে গলেও এখনো পর্যন্ত অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে কোন চার্জশীট তৈরী করতে পারেনি সিআইডি৷ এরই প্রতিবাদে সরব হেয়ে বুধবার আনোয়ারা ছাত্র সমাজের একটি প্রতিনিধি দল সিআইডি অফিসের সামনে হাজির হয়৷ অভিযোগ নাটকীয়ভাবে মামলা ঘুরিয়ে শুধুমাত্র অভিযুক্ত মামা নূর মহম্মদকে আট করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ অভিযোগ পুলিশ ও সিআইডি একইভাবে তদন্ত করছে৷ মিথ্যা পোস্টমর্টেম রিপোর্ট পেশ করা হয়েছে৷ তাতে চিকিৎসকদের বাঁচানো হচ্ছে৷ প্রসঙ্গত, মহিলা পলিট্যাকনিকের মেধাবী ছাত্রী আনোয়ারা চৌধুরীর মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলেছিল আনোয়ারা ছাত্র সমাজ৷ এই ছাত্র সমাজ মূলতঃ প্রথমে সরব হয়েছিল আনোয়ারার সহপাঠীরা৷ পরবর্তী সময়ে অন্যান্য ছাত্ররাও তাতে সামিল হয়ে নাম দেয় আনোয়ারা ছাত্র সমাজ৷ তাদের প্রথম থেকে সন্দেহ ছিল আনোয়ারার মৃত্যুর পেছন বড় ধরনের কোন ষড়যন্ত্র রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *