নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ পৃথক স্থানে যান দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, গত রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ খয়েরপুর বাজারের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি বাইক মনোরঞ্জন সূত্রধর(৬২)কে ধাক্কা দেয়৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ স্থানীয় জনগণ বাইকটি ধাওয়া করলে চালক বাইক ফেলে পালিয়ে যান৷ আহত মনোরঞ্জন সূত্রধরকে স্থানীয় জনগণ জি বি হাসপাতালে নিয়ে যান৷ দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি মঙ্গলবার ভোর ৩টা ১০ মিনিটে মারা যান৷ খয়েরপুর ফাঁড়ির পুলিশ বাইকটি নিজেদের হফাজতে রেখেছে৷ বাইক চালককে এখনো খুজে বের করতে পারেনি পুলিশ৷
এদিকে, আজ দুপুর সাড়ে বারটা নাগাদ কাশীপুরে বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে অটো চালক গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, টিআর০১-এফ-২৪৯৪ নম্বরের অটোটি চন্দ্রপুর থেকে খয়েরপুরের দিকে যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসা টিআর০১-ইউ-৮৬২৫ নম্বরের বাইকের সাথে কাশীপুর এলাকায় অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে অটো চালক রঞ্জিত দেব(৩২) গুরুতর আহত হয়েছেন৷ বাইক চালকও আহত হয়েছেন৷ কিন্তু, তিনি বাইক ফেলে রেখে পালিয়ে গেছেন৷ স্থানীয় জনগণ আহত অটো চালককে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে ভর্তি আছেন৷ পুলিশ বাইক চালক খুজে বের করার চেষ্টা শুরু করেছে৷
2017-06-21

