BRAKING NEWS

৩০ জুন মধ্যরাত থেকেই কার‌্যকর হবে জিএসটি, সংসদের অনুষ্ঠানে এর সূচনা করবেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আগামী ৩০ জুনের মধ্যরাত থেকেই সারা দেশে কার‌্যকর হবে বহু আলোচিত পণ্য ও পরিষেবা কর (জিএসটি)| এর জন্য আগামী ৩০ জুন সংসদের সেন্ট্রাল হলে রাত ১১টা থেকে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মঙ্গলবার জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| ওই দিনের অনুষ্ঠানে জিএসটির সূচনা করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়|
জিএসটি রূপায়ণ ও বাজারে এর প্রভাব নিয়ে জোর আলোচনা চলছে | এরইমেধ্য জিএসটি চালুর দিন ঘোষণা করে এদিন সাংবাদিক বৈঠক করেন জেটলি | সেখানে তিনি বলেন, ৩০ জুন-১ জুলাই মধ্যরাত থেকেই কার‌্যকর হবে জিএসটি| তিনি জানিয়েছেন, দেশজুড়ে এই অভিন্ন কর রূপায়ণের সূচনা অনুষ্ঠান হবে সংসদের সেন্ট্রাল হলে | জিএসটির সূচনা অনুষ্ঠানের মঞ্চে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছাড়াও উপরাষ্ট্রপতি থাকবেন হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন,দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও এইচডি দেবগৌড়া | ওই অনুষ্ঠানে সংসদ সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে |
জিএসটি-র বিভিন্ন ইতিবাচক দিকের কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী এদিন দাবি করেন, এর ফলে মুদ্রাস্ফীতির হার ও জিনিসপত্রের দাম কমবে| এরফলে করফাঁকির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা যাবে এবং যারা কর ফাঁকি দিচ্ছে তাদের হদিশ পাওয়া যাবে| সরকারের মতে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা অর্জনের পর এটাই প্রথম সব থেকে বড় কর সংস্কার |
সারা দেশে এই পণ্য ও পরিষেবা কর লাগু করার আগে সব কটি রাজ্যের সরকারের সঙ্গে মোট ১৭টি বৈঠক করে কেন্দ্র| জিএসটি পর্ষদে কেন্দ্র সহ সব রাজ্যের প্রতিনিধিরাই আছেন| বহু মতানৈক্য এবং মতৈক্যের পর আগামী ৩০ তারিখ মধ্যরাত থেকে চালু হতে চলেছে জিএসটি| জিএসটিতে চারটি কর কাঠামো আছে| সব থেকে কম করের হার ৫ শতাংশযা নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য রাখা হয়েছে| তারপর ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং সর্বশেষ ২৮ শতাংশ হারে কর লাগু হবে| জিএসটি পর্ষদের দাবি, এর ফলে দেশে একটিই কর কাঠামো থাকবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *