বগাবিলে উদ্ধার যুবকের মৃতদেহ, আশঙ্কা খুনের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন৷৷ পুকুরের জলে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাটি ঘটেছে খোয়াই থানার অধীন বগাবিল এলাকায়৷ মৃত যুবকের নাম শ্যামল দাস৷ বয়স বাইশ বছর৷ সোমবার দুপুরে তাঁর মৃতদেহ পুকুরের জলে ভাসতে দেখে এলাকাবাসী খোয়াই থানায় খবর দেয়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷
জানা গিয়েছে, মৃত শ্যামল দাসের বাড়ি চড়গনকি এলাকায়৷ সে বিয়ে করেছিল বগাবলি এলাকায়৷ এক উপজাতি পরিবারের মেয়েকে শ্যামল বিয়ে করেছিল৷ রবিবার সে শ্বশুর বাড়িতে গিয়েছিল৷ সকাল থেকেই তাঁর হদিশ পাওয়া যাচ্ছিল না৷ চবিবশ ঘন্টা পর এলাকারই একটি পুকুরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মৃতদেহে বেশ কিছু আঘাতের চিহ্ণ রয়েছে৷ প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে তাকে হত্যা করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে৷ পুলিশ অবশ্য ময়নাতদন্ত রিপোর্ট আসা পর্যন্ত কিছু বলতে পারবে না বলে জানিয়েছে৷