BRAKING NEWS

ব্যয় সঙ্কোচে রাজ্য সরকারের বহুমুখী পদক্ষেপ, দপ্তরগুলিতে পৌঁছল সার্কুলার

নিজস্ব প্রতিনিধি আগরতলা, ১৮ জুন৷৷ কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির পর ব্যয় সঙ্কোচে মন দিয়েছে রাজ্য সরকার৷ নানা ভাবে ইতিপূর্বে রাজ্যের কোষাগার থেকে যে ভাবে অর্থ বেরিয়ে যেত তা ঠেকানোর জন্য রাজ্য অর্থ দফতর থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে৷ রাজ্য অর্থ দফতর থেকে বিভিন্ন দফতরের কাছে ইতিমধ্যেই ব্যয় সঙ্কোচের কিছু নির্দিষ্ট নিয়মনীতি মেনে চলতে সার্কুলার পাঠিয়ে দেওয়া হয়েছে৷ রাজ্য প্রশাসনের এক শীর্ষস্থানীয় আধিকারিক জানিয়েছেন, আগামী কয়েক বছর রাজ্যের আর্থিক অবস্থার হাল না ফেরা পর্যন্ত দফতর গুলিতে গাড়ি না কেনার জন্য বলা হয়েছে৷ এমনকি দফতর গুলির জন্য গাড়ি ভাড়া নেবার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ চালু করার কথা বলা হয়েছে৷ সূত্রটি আরও জানিয়েছে, দফতরগুলি এখন থেকে যথেচ্ছ ভাবে আর অনিয়মিত কর্মচারী নিয়োগ করতে পারবে না৷ এজন্য অর্থ দফতরের আনুমোদন নেওয়া বাধ্যতামূলক হচ্ছে৷ দফতর প্রধানদের এই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এইসব বিষয় থেকে বিচ্যুতি ঘটলে আধিকারিকদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে৷ একই সঙ্গে রাজ্য সরকার রাজস্ব বৃদ্ধির উপরেও গুরুত্ব দিচ্ছে৷ কর বহিভূর্ত আয় এবং বিভিন্ন ধরনের করের হার পরিবর্তন পরিবর্ধন ও রাজস্ব আদায়ে গতি আনার বিষয়গুলি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য অর্থ দফতর৷ একেই সঙ্গে লোকসানে চলা বিভিন্ন অধিগৃহীত সংস্থা গুলির প্রাথিষ্ঠানিক ব্যয় সঙ্কোচের নির্দেশও দেওয়া হয়েছে৷ কর্মী স্বল্পতা বিভিন্ন সরকারী দফতর থেকে কর্মচারী এনে মিটিয়ে ন্বোর নির্দেশ আর আগেই দেওয়া হয়েছিল৷ রাজ্য অর্থ দফতর এখন রাজ্যের আইন দফতরকেও ব্যয় সঙ্কোচের জন্য ফর্মুলা দিয়ে দিয়েছে৷ সরকারের বিভিন্ন মামলায় কোষাগার থেকে প্রচুর পরিমাণ অর্থ বেড়িয়ে যাচ্ছে৷ রাজ্য সরকারের স্বার্থ সংশ্লিষ্ট কিনা তা আগাম খতিয়ে দেখেই বিভিন্ন দফতর কে মামলার জন্য এগুতে বলা হয়েছে৷ মামলা গুলিতে আইনজীবী নির্বাচনেও এখন থেকে যথেষ্ট কড়াকড়ি থাকবে৷ রাজ্যের বামফ্রন্ট সরকার ক্যাশ-লেস ব্যবস্থা বিরোধিতা করলেও রাজ্য প্রশাসন এই বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছে৷ আর এর মাধ্যমে রাজ্য সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *