BRAKING NEWS

কৃষক স্বার্থে কেন্দ্র বিরোধী নীতির প্রতিবাদে আন্দোলনে আরএসপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে আন্দোলনমুখী আর এস পি৷ রবিবার রামনগর ব্রাঞ্চ কমিটি আয়োজিত কর্মী সভায় কেন্দ্রের বিরুদ্ধে কৃষক সারার অভিযোগ তোলে সুর চড়ান অওার ওয়াই এফের সর্বভারতীয় সভাপতি তথা সভার উদ্বোধন রাজীব ব্যানার্জী৷ তিনি অভিযোগ করেন, গত তিন বছরে কেন্দ্রের বিজেপি’র শাসনে কৃষকদের চরম দূরাবস্থা হয়েছে৷ কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে৷ ফসলের ন্যার্য্য দাম পাচ্ছেনা চাষীরা৷ সম্প্রতী মধ্য প্রদেশের কৃষক আন্দোলনের প্রেক্ষাপট তোলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে আর এস পি’র দৃঢ় অবস্থান তোলে ধরেন শ্রীব্যানার্জী৷ ২১ শে জুলাই কৃষক অধিকার রক্ষার লড়াইয়ে দিল্লীর যন্তর মন্তরে গণধর্নায় বসবে সংগঠন৷ এমনকি কৃষকদের ন্যায্য অধিকার রক্ষার লড়াইয়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলতে রাজ্যের অঙ্গ সংগঠনগুলির সদ্যসদের জোড়ালোভাবে অংশগ্রহণেরও দাবী জানান রাজীব বাবু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *