BRAKING NEWS

ঘূর্ণিঝড়ে বিপর্য্যস্ত চড়িলামের ক্ষয়ক্ষতি নিরূপন শুরু প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন৷৷ চড়িলামে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সফর করলেন বিজেপির প্রতিনিধিরা৷ প্রতিনিধি দলে ছিলেন দলের সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা৷ ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক সহ স্থানীয় বিজেপি মন্ডলের কর্মী সর্মথকগন৷ সহ সভাপতি এও বলেন, ক্ষতিগ্রস্তরা যতক্ষন পর্যন্ত ঘুরে দাঁড়াতে না পারবে, ততক্ষন পর্যন্ত যত সহায়তা লাগবে তার সবকিছু নিশ্চিত করার জন্য সেগুলোর উপর নজর রাখবেন৷ প্রয়োজনে এসডিএম অথবা ডিএমএর দ্বারস্থ হবেন৷ তাছাড়া শনিবার সকাল থেকে ভয়ংকর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা নির্ধারণ করার জন্য তহশীলদার ও ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থলে প্রেরন করা হয়েছে৷ দঃচড়িলাম পঞ্চায়েতের কড়ইমুড়া এলাকায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়৷ প্রসঙ্গত, চড়িলাম ব্লকে মোট ক্ষতিগ্রস্তদের সংখ্যা ৬৪ যার মধ্যে দক্ষিণ চড়িলাম পঞ্চায়েতের কড়ইমুড়া এলাকায় ৫টি বসতবাড়ি সম্পূর্ণ ভাবে এবং ৪১টি বসতবাড়ি আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে৷ উত্তর চড়িলাম এলাকার হাফাজিয়ামুড়া এলাকায় ২টি বসতবাড়ি সম্পূর্ণভাবে এবং ১৪টি বসতবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রামনগর ভিলেজের ১নং ওয়ার্ডের খামারবাড়ী এলাকায় ২টি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়৷ বিশালগড় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে আর্থিক সহায়তা করেছে মহকুমা শাসক নান্টুরঞ্জন দাস৷ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত পরিবার পিছু এককালীন ২৫,০০০ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্থদের এককালীন ৪০০০/ ৫০০০ টাকা দেওয়ার কথা বলেছেন মহকুমা শাসক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *