BRAKING NEWS

গোর্খাল্যান্ডের দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ মোর্চার

নয়াদিল্লি ১৮ জুন (হি.স.) : গোর্খাল্যান্ডের দাবি নিয়ে এবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে সামিল হলেন মোর্চা নেতা কর্মীরা। রবিবার সকালে দিল্লির যন্তরমন্তরে রাজ্য সরকারে আচরণের প্রতিবাদে সরব হলেন তাঁরা। প্রায় শতাধিক মোর্চা কর্মী সমর্থক দলীয় পতাকা নিয়ে স্লোগান দিলেন ‘ উই ওয়ান্ট গোর্খাল্যান্ড’। পুলিশের গুলিতে ৩ মোর্চা কর্মীর মৃত্যুর অভিযোগ তুলেছেন বিমল গুরুং।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পৃথক রাজ্যের দাবিতে উত্তাল দার্জিলিং। সেইসঙ্গে স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করায় বিরোধিতা শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চা। এই দুই ইস্যুতে দার্জিলিঙে বনধও ডাকা হয়। পাহাড়ের গণ্ডগোলের আঁচ ছড়িয়েছে ডুয়ার্সেও। রবিবার জয়গাঁয় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন মোর্চা কর্মী সমর্থকরা। বন্ধ রয়েছে ডুয়ার্স থেকে ভুটান যাওয়ার রাস্তা। কালচিনিতে আটক করা হয়েছে তিন মোর্চা সমর্থককে। জলপাইগুড়িতে অবশ্য কোনও প্রভাব পড়েনি। শনিবার পাহাড়ে পুলিশের গুলিতে তিন মোর্চা কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি। তারই প্রতিবাদে দার্জিলিঙে কালা দিবস পালন করছে মোর্চা। সকাল থেকেই থমথমে পাহাড়ের বিভিন্ন রাস্তা। দোকান বাজার বন্ধ রয়েছে। যান চলাচলও বেশি করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *