BRAKING NEWS

রবিবার ডুয়ার্সে ১২ ঘণ্টার বনধের ডাক মোর্চার

দার্জিলিং, ১৭ জুন (হি.স.) : দিনভর আশান্তির পর শনিবার বিকেলেও শান্তির দেখা নেই পাহাড়ে| বরং দার্জিলিং থেকে হিংসা ছড়াল কালিম্পংয়ে| শনিবার বিকেলে কালিম্পংয়ের গরুবাথানে বিদু্যত্ বণ্টন দফতরের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় মোর্চা সমর্থকরা| রবিবার ডুয়ার্সে ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছে মোর্চা| ওদিকে শনিবার সিংমারির ঘটনায় ৭ মোর্চা সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা|
শনিবার সিংমারিতে পুলিশের গুলিতে ৪ জন মোর্চা সমর্থকের মৃতু্য হয়েছে বলে দাবি করেছে দলীয় নেতৃত্ব| যদিও গুলিচালনার কথা স্বীকার করেনি পুলিশ বা মুখ্যমন্ত্রী| গুলির প্রমাণ হিসাবে ফাঁকা কার্তুজ দেখিয়েছে মোর্চা| তা নিয়ে চাপানউতোর এখন তুঙ্গে| ওদিকে সিংমারিতে সেনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ধরপাকড় শুরু করে পুলিশ| মোট ৭ জন মোর্চা সমর্থককে গ্রেফতার করে পুলিশ| পুলিশের গুলিতে মোর্চা সমর্থকের মৃতু্য ও পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে বিকেলে ফের পাহাড়ের বিভিন্ন এলাকায় মিছিল বেরোতে শুরু করে| গরুবাথানে তেমনই একটি মিছিল থেকে বিদু্যত্ বণ্টন দফতরের গাড়িতে আগুন দেওয়া হয় বলে খবর| সিংমারিতে পুলিশের গুলি চালনার প্রতিবাদে রবিবার ডুয়ার্সে ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছে মোর্চা| পাহাড়ের বাসিন্দাদের বাড়ি থেকে বেরিয়ে প্রশাসনের সঙ্গে অসহযোগিতার ডাক দিয়েছেন তিনি| ওদিকে পুলিশের দাবি, শনিবার মোর্চার হিংসাত্মক আন্দোলনে ৩৫ জন পুলিশকর্মী আহত হয়েছেন| এর মধ্যে অন্তত ১৯ জন পুলিশকর্মীকে হাসপাতালে চিকিত্সা করাতে হয়েছে| এমনটাই জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা অনুজ কুমার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *