BRAKING NEWS

প্রতীক্ষার অবসান, প্রথম মেট্রো পেল কেরল

কোচি, ১৭ জুন (হি.স.): জুন মাসের ১৭ তারিখ, এই দিনটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে কেরলবাসীর কাছে| কারণ এই দিন প্রথম মেট্রো রেল পেল কেরল রাজ্য| শনিবার কোচি মেট্রো, কেরলের প্রথম মেট্রো রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এরপর কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মেট্রোয় সফর করলেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন মেট্রোতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, কেরলের রাজ্যপাল পি সথশিভম, মেট্রোর প্রধান রূপকার ই শ্রীধরণ এবং কেরল বিজেপির প্রধান কুম্মানাম রাজশেখরণ| দীর্ঘ প্রতীক্ষিত কোচি মেট্রোর রেল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী-র দফতর (িএমও) থেকে টুইট করে লেখা হয়েছে, `ভবিষ্যতের পরিকাঠামো যা, ভারতের উন্নতিতে অবদান রাখবে|’ শনিবার সকাল ১১টা নাগাদ পালারিভাত্তম স্টেশনে ফিতে কেটে মেট্রো রেলের সূচনা করেন প্রধানমন্ত্রী|

কোচি মেট্রো দেশের অষ্টম মেট্রো প্রকল্প| প্রথম পর্বে ২৫ কিলোমিটার রেলপথে জুড়বে মোট ২২টি স্টেশন| আপাতত পালারিভাত্তোম স্টেশন থেকে আলুভা স্টেশন পর্যন্ত ১৩ কিলোমিটার রেলপথের কাজ সম্পন্ন হয়েছে| ৮ মিনিট ২০ সেকেন্ডের ব্যবধানে মোট ২১৯টি মেট্রো চলবে দিনভর| প্রথম মেট্রো চলবে সকাল ৬টায়, শেষ মেট্রো রাত ১০টায়| কোচি মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত কর্মী ও আধিকারিকদের এদিন ধন্যবাদ জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন| তঁার কথায়, `স্বপ্ন এখন বাস্তবতা পেল|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *