BRAKING NEWS

এমজিএরেগা : হাইলাকান্দিতে গ্রেফতার তিন সরকারি কর্মচারীকে পাঁচদিনের পুলিশ হেফাজতে

হাইলাকান্দি, ১৭ জুন, (হি.স.) : গ্রামোন্নয়নের টাকা লুটপাটের অভিযোগে অসমের হাইলাকান্দিতে গ্রেফতার করা হয়েছে তিন সরকারি কর্মচারীকে| তাঁরা লালা উন্নয়ন ব্লকের অ্যাকাউন্টেন্ট পারভেজ আহমেদ লস্কর, দুই জুনিয়র ইঞ্জিনিয়ার যথাক্রমে আলতাফ হুসেন মজুমদার এবং সুদীপ ধর| তাঁদের বিরুদ্ধে এমজিএনরেগার প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে|

ইতিমধ্যে সবাইকে গ্রেফতার করে শনিবার সিজেএম আদালতে সোপর্দ করে পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ|

উল্লেখ্য, লালা এবং হাইলাকান্দি উন্নয়ন ব্লকে এমজিএনরেগা প্রকল্পে ব্যাপক অর্থ তছরুপ হয়েছে এবং হচ্ছে বলে সম্প্রতি জেলার এক বেসরকারি সংগঠন হাইলাকান্দি জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে অভিযোগপত্র দাখিল করেছিল| এই অভিযোগের সত্যতা যাচাই করে বিহিত ব্যবস্থা নিতে সদর থানায় সুপারিশ করেন জেলা পরিষদ কর্তৃপক্ষ| জেলা পরিষদের সুপারিশপত্রের ভিত্তিতে এ ব্যাপারে তদন্ত চালায় পুলিশ|

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে গতকাল শুক্রবার রাতে ওই অভিযুক্তদের তাঁদের বাড়ি থেকে তুলে আনা হয়| সে অনুসারে শিলচর মেহেরপুরের বাড়ি থেকে সুদীপ ধরকে, লালার বাড়ি থেকে পারভেজ আহমেদ লস্কর এবং হাইলাকান্দির বাড়ি থেকে আলতাফ হুসেন মজুমদারকে সদর থানায় নিয়ে আসে পুলিশ| থানায় এনে টানা জেরা চালিয়ে প্রথমে পারভেজ আহমেদ ও আলতাফ হুসেন মজুমদারকে এবং পরে সুদীপ ধরকে গ্রেফতার করা হয়| সরকারি টাকা লুণ্ঠনে অভিযুক্ত তিনজনকে সদর থানায় জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *