BRAKING NEWS

যোগীকে চ্যালেঞ্জ ছুঁড়ে উত্তরপ্রদেশে মদ নিষিদ্ধ করতে বললেন নীতীশ কুমার

পাটনা, ১৫ জুন (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| বিহার সফরের আগেই যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ ছুঁড়ে নীতীশ কুমার জানিয়ে দিলেন, তাঁর রাজ্যের মত খালি হাতে বিহারে আসবেন না| যোগী আদিত্যনাথ প্রথমে তাঁর রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা এবং স্থানীয় সংস্থাগুলিতে মহিলাদের ওপর ৫০ শতাংশ সংরক্ষণ করুক, তারপরে তিনি বিহারে আসবেন|
পটনা থেকে ১২৫ কিমি দূরে দ্বারভাঙায় ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে এসে নীতীশ কুমার বলেন, আমাদের থেকে আপনি (আদিত্যনাথ) পরামর্শ নিয়ে নিজের রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা এবং স্থানীয় সরকারি সংস্থায় মহিলাদের ওপর ৫০ শতাংশ সংরক্ষণ জারি করুন| আদিত্যনাথের দ্বারভাঙা সফরে একরকম জল ঢেলে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, একদিকে আমি আমার রাজ্যে বিভিন্ন উন্নতিমূলক প্রকল্প চালু করছি আর আদিত্যনাথ আসবেন একেবারে খালি হাতে|
তিনি কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও | মোদীকে লক্ষ্য করে নীতীশ কুমার বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার বিহারের জন্য অনেক উন্নতিমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তার একটাও পূরণ করেননি প্রধানমন্ত্রী| নীতীশ কুমার দাবি করেন, বিহার যেভাবে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করে নজির গড়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলিরও উচিত বিহারের দেখানো পথ অনুসরণ করা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *