BRAKING NEWS

২.৫৭ নয়, বেতন ভাতা ও পেনশন পুনর্বিন্যাস ২.২৫ ফর্মুলায়, ডিএ উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ ২.৫৭ নয়, রাজ্য সরকারের শিক্ষক-কর্মচারী ও পেনশনার্সদের বেতন ভাতা পুনর্বিন্যাস হল ২.২৫ ফর্মুলায়৷ তাতে মিশে গিয়েছে বকেয়া মহার্ঘ ভাতা৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশনার্সদের অবসরকালীন ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কিন্তু, বকেয়া ৩৭ শতাংশ ডিএ এখন আর পাবেন না কর্মচারী ও পেনশনার্সরা৷ এদিন দুপুরে মহাকরণে অর্থ মন্ত্রী ভানুলাল সাহা রাজ্য সরকারি শিক্ষক- কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশনার্সদের পেনশন পুনঃনির্ধারণের ঘোষণা করেন৷ তিনি জানান, পে মেট্রিক্স পদ্ধতিতে ২.২৫ ফিটমেন্ট ফেক্টরকে ভিত্তি করে বর্ধিত বেতন নির্ধারণ করা হবে৷ তাতে ১২৫ শতাংশ মহার্ঘ্য ভাতা মিশে গেছে৷ পুনর্বিন্যস্ত বেতন কাঠামো চলতি অর্থবছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে৷ সরকারী কর্মচারী এবং পেনশনার্সদের বর্ধিত বেতন ভাতা দিতে ২০১৭-১৮ অর্থ বছরের অতিরিক্ত ১১৮৯ কোটি টাকা লাগবে৷ অর্থমন্ত্রী ভানুলাল সাহা সাংবাদিক সম্মেলনে বলেন, আজ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে পে এবং পেনশন রিভিশন কমিটির সুপারিশ মন্ত্রিসভা গ্রহণ করেছে৷ মাত্র ৫৬ দিনের মধ্যে কমিটি একটি সুচিন্তিত মতামত পেশ করায় মন্ত্রিসভায় কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়েছে৷ কমিটির সুপারিশ প্রায় হুবহু মন্ত্রিসভা গ্রহণ করেছে৷ তিনি জানান, পুনর্বিন্যাসের ফলে রাজ্য সরকারের কর্মচারীদের বেতন নূ্যনতম ১৯.৬৮ শতাংশ বাড়বে৷ তুলনায় কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের নূ্যনতম বেতন বৃদ্ধির হার হলো ১৪.২ শতাংশ৷ পুনর্বিন্যস্ত বেতন কাঠামোয় নূ্যনতম বেতন বর্তমানে ৬২৪০ টাকার পরিবর্তে ১৪০৪০ টাকা হবে৷ সর্বোচ্চ বেতন হবে বর্তমানে ৫২০০০ টাকার পরিবর্তে ১ লক্ষ ১৭ হাজার টাকা৷ সর্বোচ্চ পে স্কেল বর্তমানে ৫৮৫৪০ টাকার পরিবর্তে বর্তমানে ২ লক্ষ ১১৪৪০ টাকা হবে৷ অর্থমন্ত্রী জানান বেতন পুনর্বিন্যাসের ফলে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মাসে গড়ে ৩৯৩২ টাকা, তৃতীয় শ্রেণীর কর্মচারীর ৫৪৯৯ টাকা, গ্রুপ বি কর্মচারীর ৯৪৭৭ টাকা এবং গ্রুপ এ কর্মচারীর বেতন গড়ে ১৫ হাজার টাকা বাড়বে৷ বার্ষিক ইনক্রিমেন্ট হবে ৩ শতাংশ হারে৷ একজন কর্মচারী নিয়োগের তারিখ, প্রমোশন ইত্যাদির উপর ভিত্তি করে বছরের ১ জানুযায়ী অথবা ১ জুলাই ইনক্রিমেন্ট পাবেন৷
অর্থমন্ত্রী জানান, কর্মচারীদের গ্রেচ্যুইটি ৪ লক্ষ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা করা হয়েছে৷ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, দৃষ্টিহীন ও দৈনিকভাবে অক্ষম কর্মচারীদের বিভিন্ন ভাতা বৃদ্ধি করা হয়েছে৷ তাতে কর্মচারীরা গড়ে মাসে ৭৫০ টাকা থেকে ২৭৫০ টাকা পর্যন্ত পাবেন৷ তাতে একজন শিক্ষক কর্মচারী বছরে প্রায় ৬০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা বেশী বেতন ভাতা পাবেন৷ বাড়িভাড়া বর্তমানে মূল বেতনের ৮ শতাংশ করা হয়েছে৷ সর্বোচ্চ ৩ হাজার টাকা৷ চিকিৎসা ভাতা করা হয়েছে ৫০০ টাকা৷
অর্থমন্ত্রী জানান, রাজ্য সরকার তিনটি নতুন ভাতা চালু করার ঘোষণা করেছে৷ কোন কর্মচারীর যদি দৃষ্টিহীন এবং অক্ষম সন্তান থাকে তাদের পড়াশুনার জন্য মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে৷ দৃষ্টিহীন এবং দৈহিক ভাবে অক্ষম কর্মচারীদের ভাতা বাড়িয়ে মাসে ১০০০ টাকা করা হয়েছে৷ পুলিশ, কৃষি দপ্তরের কর্মী পূর্ণ সময়ের জন্য প্রশিক্ষণে থাকলে তারা ট্রেনিং এ্যালাউন্স পাবেন৷ বেসিক পে বেড়ে যাওয়ায় স্থির বেতনের কর্মচারীদেরও বেতন বাড়বে৷ বর্তমানে ১৮ রকমের দৈনিক হাজিরার কর্মচারী আছেন৷ তাদের প্রতি মাসে ৪০০ টাকা থেকে ৯৬০ টাকা পর্যন্ত বেতন বাড়বে৷ কোন কর্মচারীর ১০ বছর, ৮ বছর এবং ৭ বছর পর তাদের পদোন্নতি না হলে সংশোধিত নিশ্চিত কর্মজীবনের উন্নতি প্রকল্পে ( এম এ সি পি এস) বেতনের একই স্তরে একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হবে৷ অর্থমন্ত্রী জানান, এখন থেকে দ্বিতীয় শনিবারের সাথে চতুর্থ শনিবারও অফিস ছুটি দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়েছে৷ পেশনারদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধিহার গড়ে ১৯৬৮ শতাংশ হবে৷ সর্বনিম্ন পেনশন ৩১২০ টাকা থেকে বেড়ে হবে ৭০২০ টাকা৷ সর্বোচ্চ পেনশন ৩৮,৫০০ টাকা থেকে বেড়ে হবে ১ লক্ষ ৫৭২০ টাকা৷ ৩১ মার্চ ২০১৭ এর আগের পেনশনারদের জন্য নতুন পদ্ধতির সুপারিশ করা হয়েছে যেন তাদের পেনশনও সমান হারে বাড়ে৷ অর্থমন্ত্রী জানান, রিভিশন কমিটির আওতার বাইরে অঙ্গনওয়াড়ী কর্মী, সহায়িকা পঞ্চায়েত নিযুক্ত পাম্প অপারেটারদের মাসিক ভাতা ৪০০ থেকে ৫০০ টাকা বাড়ানো হবে৷ এছাড়া এ ডি সি যেসব শিক্ষক কর্মচারীদের নিযুক্ত করেছে তাদের বেতন ভাতা পুনর্বিন্যাসে প্রয়োজনীয় অর্থ দেওয়ার জন্যও মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ বেতন ভাতা পুনর্বিন্যাসে উপকৃত হবেন ১ লক্ষ ৫২ হাজার ৩৩১ জন সরকারী কর্মচারী৷ পেনশনার এবং ফেমিলি পেনশনার আছেন ৬০ হাজার ৪৯১ জন৷ বিভিন্ন পি এস ইউতে কর্মী আছেন ৯ হাজার৷ অঙ্গনওয়াড়ী কর্মী, সহায়িকা, পাম্প অপারেটার আছেন ২২ হাজার ৮২১ জন৷ সব মিলিয়ে কর্মচারী ও পেনশনার আছেন ২ লক্ষ ৪৪ হাজার ৬৪৩ জন৷ অর্থমন্ত্রী জানান, বেতন কাঠামো পুনর্বিন্যাসে অতিরিক্ত ৭৬১ কোটি ৯৬ লক্ষ, ভাতা পুনর্বিন্য৪ত্রাসে ৯৪ কোটি ১৭ লক্ষ, পেনশন পুনর্বিন্যাীসে ৩৩৩ কোটি ৩৩ লক্ষ টাকা লাগবে৷ সব মিলিয়ে ব্যয় হবে ১১৮৯ কোটি ৪৬ লক্ষ টাকা৷ অঙ্গনওয়াড়ী কর্মী, সহায়িকা, পঞ্চায়েত নিযুক্ত পাম্প অপারেটারদের জন্য অতিরিক্ত ১৩ কোটি, এডিসি-র কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে অতিরিক্ত ৪০ কোটি ২৩ লক্ষ টাকা লাগবে৷ সবমিলিয়ে রাজ্য সরকারের অতিরিক্ত ১২৪২ কোটি ৬৯ লক্ষ টাকা প্রয়োজন হবে৷ অর্থমন্ত্রী জানান, রাজ্য সরকার সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে কর্মচারীদের সর্বোচ্চ যা দেওয়ার ক্ষমতা আছে তা গ্রহণ করেছে৷ তিনি আশা প্রকাশ করেন কর্মচারীগণ তাতে সন্তোশ প্রকাশ করবেন৷
বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের বেতন/ভাতার হার যে ভাবে বৃদ্ধি হয়েছে তা হল-স্থির বেতনের কর্মচারীদের ক্ষেত্রে বর্তমান হার সংশ্লিষ্ট পে ব্যান্ড -এ সর্বোচ্চ এন্ট্রি লেভেলের ৭৫ শতাংশের সাথে সংশ্লিষ্ট গ্রেড-পে যোগ করে যা হয় তা ০১-০৪-২০১৭ ইং থেকে বেতন কাঠামোর শুরুতে যে বেতন রয়েছে তার ৭৫ শতাংশ৷ ডি আর ডব্লিউ (গ্রুপ সি) এর ক্ষেত্রে বর্তমানের প্রতিদিন ১৯০৫৮ টাকা থেকে বেড়ে ০১-০৪-২০১৭ ইং থেকে হবে প্রতিদিন ২২০ টাকা৷ অনুরূপবাবে, ডি আর ডব্লিউ (টেক) এর ক্ষেত্রে বর্তমানের প্রতিদিন ১৯৮৪৩ টাকা থেকে বেড়ে হয়েছে প্রতিদিন ২৩০ টাকা৷ ডি আর ডব্লিউ (গ্রুপ ডি) এর ক্ষেত্রে প্রতিদিন ১৭৩০৩ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯৮ টাকা৷ মাসিক বেতনের কর্মচারী (গ্রুপ ডি) এর ক্ষেত্রে প্রতিমাসে ৫১৭৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৯৭০ টাকা৷ পার্ট টাইম ওয়ার্কার (৪ ঘন্টা) এর ক্ষেত্রে মাসে ৪২৫৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৮০০ টাকা৷ পার্ট টাইম ওয়ার্কার (৩ঘন্টা) এর ক্ষেত্রে মাসে ৪০৯৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৬০০ টাকা৷ পার্ট টাইম ওয়ার্কার (২ ঘন্টা) এর ক্ষেত্রে মাসে ৩৯৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৪০০ টাকা৷ গ্রামের চৌকিদারদের ক্ষেত্রে মাসে ৪৮৪৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫০০ টাকা৷ সুকল মাদারদের ক্ষেত্রে মাসে ৩৪৭৭ টাকা থেকে বেড়েে হয়েছে ৩৮৮০ টাকা৷ স্থায়ী মজুরের ক্ষেত্রে প্রতিদিন ১৭৮০২ টাকা থেকে বেড়ে হয়েছে ২১০ টাকা৷ ফুল টাইম ডি আর ডব্লিউ / এম আর ডব্লিউ/কন্টিনজেন্ট ওয়ার্কারস/পি টি ডব্লিউ (যে পদগুলি অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া সৃষ্টি করা হয়েছে) তাদের ক্ষেত্রে দৈনিক বুস্টার ১৫ টাকা বা মাসিক ৪৫০ টাকা যেটা প্রযোজ্য হয় তার থেকে বেড়ে দৈনিক বুস্টার ১৬৫০ টাকা বা মাসিক ৪৯৫ টাক যেটাই প্রযোজ্য হবে৷ পার্ট টাইম ডি আর ডব্লিউ/এম আর ডব্লিউ/কন্টিনজেন্ট ওয়ার্কার/পি টি ডব্লিউ (যে পদগুলি অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া সৃষ্টি করা হয়েছেঃ এর ক্ষেত্রে ৭৫০ টাকা বা মাসিক ২২৫ টাকা যেটাই সংশ্লিষ্ট হারে প্রযোজ্য হবে তার থেকে বেড়ে দৈনিক বুস্টার ৮২৫ টাকা বা মাসিক ২৪৭ টাকা৷ হোমগার্ডের ক্ষেত্রে দৈনিক ১৮১৭৭ টাকা থেকে বেড়ে হবে ২১০ টাকা৷ পি পি ডব্লিউ এর কর্মচারীরা (প্রধান পুরোহিত) এর ক্ষেত্রে মাসিক ৬৬০১১৫ টাকা থেকে বেড়ে হবে ৭৩৫০ টাকা৷ অধিকারিকদের ক্ষেত্রে মাসিক ৬৩৭২৭০ টাকা থেকে বেড়ে হবে ৭১০০টাক৷ পি পি ডব্লিউ এর কর্মচারী পুরোহিত/চন্তাই/প্রধান চন্ডিপাঠক/পাচক /পূজারীদের ক্ষেত্রে মাসিক ৫১০৪৩০ টাকা থেকে বেড়ে হবে৫৭৫০টাকা৷ পি পি ডব্লিউ এর কর্মচারী /তালুয়া / মালি / গার্ড /সিঙ্গার /সুইপার /গার্ডেনারদের ক্ষেত্রে মাসিক ৪৩৩৪৩০ টাকা থেকে বেড়ে হবে ৪৮৩০ টাকা৷ এডাল্ট লিটারেসি টিচারদের ক্ষেত্রে মাসিক ৩০১৫১০ টাকা থেকে বেড়ে হবে ৩৪০০ টাকা৷ পার্ট টাইম ইনস্ট্রাক্টারদের মাসিক ২৯১০ টাকা থেকে বেড়ে হবে ৩৩০০ টাকা৷ কমিউনিটি হেলথ গাইর্ডের ক্ষেত্রে মাসিক ২৯১০৬০ টাকা থেকে বেড়ে ৩৩০০ টাকা৷ অঙ্গনওয়াড়ী কর্মীদের মধ্যে নন মেট্রিকদের মাসিক ৪০৪৩ টাকা থেকে বেড়ে হবে ৪৫৯০ টাকা, অঙ্গনওয়াড়ীকর্মী নন মেট্রিক কিন্তু ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে মাসিক ৪০৪৩ টাকা এনতছকে বেড়ে হবে৪৫৯০ টাকা, অঙ্গনওয়াড়ীকর্মী নন-মেট্রিক ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের মাসিক ৪০৪৩ টাকা থেকে বেড়ে হবে ৪৫৯০ টাকা, অঙ্গনওয়াড়ীকর্মী মেট্রিকদের ক্ষেত্রে মাসিক ৪০৪৩ টাকা থেকে বেড়ে হবে ৪৫৯০ টাকা, অঙ্গনওয়াড়ীকর্মী মেট্রিক কিন্তু ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের মাসিক ৪০৪৩ টাকা থেকে বেড়ে হবে ৪৫৯০ টাকা, অঙ্গনওয়াড়ীকর্মী মেট্রিক কিন্তু ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রেও মাসিক ৪০৪৩ টাকা থেকে বেড়ে হবে ৪৫৯০ টাকা, অঙ্গনওয়াড়ী পেল্পারদের মাসিক ২৬৩৭ টাকা থেকে বেড়ে হবে ৩০৩০ টাকা৷ পানীয় জল ও সেচের জন্য পঞ্চায়েতীরাজ সংস্থাগুলি দ্বারা নিযুক্ত পাম্প অপারেটারদের ক্ষেত্রে মাসিক ৪১৬৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৭১০ টাকা৷ পঞ্চায়েতীরাজ সংস্থাগুলি দ্বারা আয়রণ রিম্যুভ্যাল প্ল্যান্টে নিযুক্ত পাম্প অপারেটরদের মাসিক ৪৫৬৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৫১১০ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *