BRAKING NEWS

ঘোষিত নয়া বেতনক্রমকে বঞ্চনার দলিল বলল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ ত্রিপুরা সরকারের আজকের ঘোষিত কর্মচারীদের নয়া বেতনক্রমকে বঞ্চনার নয়া দলিল বলে উল্লেখ করেছে বিজেপি৷ বিজেপির মতে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের ধারে কাছেও নেই৷ মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির মুখপাত্র ডাঃ অশোক সিনহা সাংবাদিকদের জানিয়েছেন, ত্রিপুরা সরকারের আজকের ঘোষিত নয়া বেতন ক্রম বাস্তবে কর্মচারীদের ধোঁকা দেওয়ার সামিল৷ বিষয়গুলি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে মনে হবে রাজ্য সরকারের কর্মচারীদের বেতন -ভাতা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কাছাকাছি চলে গেছে৷ কিন্তু এই ফারাক আরও অনেক বেড়ে গেছে৷
তিনি আরও বলেন, রাজ্য সরকারের এই বঞ্চনা থেকে মুক্তি পাবার একমাত্র পথ বিজেপিকে ক্ষমতায় আনা৷ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই সপ্তম বেতন কমিশন দেওয়া হবে৷
তিনি আরও জানান, ত্রিপুরা সরকারের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং অন্যান্য রাজ্যের কর্মচারীদের বেতন – ভাতায় ফারাক যে ভাবে বৃদ্ধি পেয়েছে তাতে বৈষম্য বাড়বে৷ একেই ধরনের কাজ করে একেই শ্রেণীর কর্মচারীরা আরও অনেক বেশী বেতন পাবেন৷ আর রাজ্য সরকারের কর্মচারীরা দেশের সর্বনিম্ন হারে বেতন ভাতা পাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *