BRAKING NEWS

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছতে সব দলের সঙ্গেই কথা বলবে বিজেপি : বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : গণতন্ত্রের স্বার্থরক্ষায় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছতে সব দলের সঙ্গেই কথা

বেঙ্কাইয়া নাইডু

বলবে বিজেপি| মঙ্গলবার এমনটাই জানালেন বেঙ্কাইয়া নাইডু | তিনি জানান, দলের সভাপতি অমিত শাহর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে তাঁর| এবার কমিটির বাকি সদস্যরা বিরোধীদের সঙ্গেও কথা বলবে| সোমবার বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঘোষণা করেন যে, রাজনাথ সিং, অরুণ জেটলি ও বেঙ্কাইয়া নাইডুকে নিয়ে গঠিত একটি প্যানেল রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে শরিক ও বিরোধীদের সঙ্গে আলোচনা করবে|
তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছি| আমরা শাসক দল| বৃহত্তর ঐকমত্য আনতে সকলকে পাশে নেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য| আমরা তাদের সমর্থন চাইব| নাইডু মনে করিয়ে দেন, যাই করা হবে গণতন্ত্রের স্বার্থরক্ষাকে মাথায় রেখেই | যদিও, নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে নাইডু বলেন, জনতার রায় এই সরকারের সঙ্গে, সকলের (বিরোধীদের) উচিত জনতার রায়কে সম্মান করা| প্রসঙ্গত, বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই| উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে ১০ অগস্ট| নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে ১৭ জুলাই| গণনা ২০ জুলাই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *