BRAKING NEWS

ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড বাংলাদেশ, মৃত ২৯

ঢাকা, ১৩ জুন (হি.স.): প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ও ঝড়ে বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ও গাছের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন অন্তত ২৯ জন| সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর‌্যন্ত ২৯ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে| উদ্ধারকারী দলের কর্মীরা মনে করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে| মঙ্গলবার ভোরে বান্দরবান শহরের লেমু ঝিড়ি পাড়া, কালাঘাটা ও ক্যচিংঘাটা এলাকায় পাহাড় ধসে তিন জনের মৃতু্য হয়েছে| কালারঘাটার কবরস্থান এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক ছাত্র সহ ৩ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন আরও ৩ জন| এছাড়াও লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে মৃতু্য হয়েছে তিন ভাইবোনের| তাঁদের নাম হল, শুভ বড়ুয়া (৮), মিঠু বড়ুয়া (৬) ও লতা বড়ুয়া (৫)| আহত হয়েছেন তাঁদের বাবা লালমোহন বড়ুয়া|
অন্যদিকে, পাহাড় ধসে এবং গাছচাপা পড়ায় রাঙ্গামাটিতে ১৭ জনের মৃতু্য হয়েছে| ১৩ জনের মৃতু্য হয়েছে রাঙ্গামাটি শহরে এবং রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ৪ জনের মৃতু্য হয়েছে| অপরদিকে, মঙ্গলবার ভোর পর‌্যন্ত চট্টগ্রামে ৬ জনের মৃতু্য হয়েছে| উচ্চ পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি কানগুনিয়া এলাকায় পাহাড় ধসে চার জন, হালিশহরের ফইল্লাতলী বাজার এলাকায় দেওয়াল ধসে এক জন এবং বাকলিয়ার চাক্তাইয়ে বজ্রপাতে আরও এক জনের মৃতু্য হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *