BRAKING NEWS

দীর্ঘ প্রতিক্ষার অবসান, যাত্রা শুরু করল ‘মাটিতে চলা বিমান’ তেজস এক্সপ্রেস

মুম্বই, ২২ মে (হি.স.): দীর্ঘ প্রতিক্ষার অবসান হল সোমবার, ২২ মে| এই দিন মুম্বই থেকে গোয়া যাত্রা শুরু করল হাই-স্পিড বিলাসবহুল ট্রেন তেজস এক্সপ্রেস| সোমবার রেলমন্ত্রী সুরেশ প্রভু উদ্বোধন করলেন তেজস এক্সপ্রেসের| এই লাক্সারি ট্রেনটি ৯ ঘন্টার কম সময়ে যাত্রা সম্পন্ন করবে বলে আশা হচ্ছে, যা জনশতাব্দী এক্সপ্রেসের চেয়েও দ্রুততর| সেন্ট্রাল রেল-এর তরফে জানানো হয়েছে, সোমবার সকালে টিকিট ৱুকিং শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ২০৭ জন যাত্রী এসি চেয়ার কার ও ১০ জন যাত্রী এগজিকিউটিভ চেয়ারকারের টিকিট কেটেছেন| তেজস এক্সপ্রেস সম্পর্কে সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজার ডি কে শর্মা জানিয়েছেন, ‘মাটিতে চলা একটি বিমান|’
২০টি কামরার তেজস এক্সপ্রেসে রয়েছে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি| যেমন, এলইডি টেলিভিশন, চা-কফি মেশিন এমনকি জৈব শৌচাগারের সুবিধাও| এছাড়াও ট্রেনে রাখা হয়েছে স্মোক ও ফায়ার ডিটেকশন যন্ত্র এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাও| এখানেই শেষ নয়, তেজসের বগিতে থাকছে জিপিএস ডিসপ্লে| আপাতত মুম্বই-গোয়া রুটে যাত্রা শুরু হলেও, দিল্লি-চণ্ডীগড় এবং দিল্লি-লখনউয়ের মধ্যেও চলবে তেজস এক্সপ্রেস|
তেজস এক্সপ্রেসের আসন ব্যবস্থা উন্নত মানের এবং আরও বেশি আরামদায়ক| এই ট্রেনের আরও একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল ট্রেনের স্বয়ংক্রিয় দরজা| চেন্নাইয়ে ইন্ডিয়ান কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে তেজস এক্সপ্রেসের কামরাগুলি| রেল মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, নিরাপত্তার কথা মাথায় রেখে তেজস এক্সপ্রেসে বসানো হয়েছে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা|
বর্ষাকাল ছাড়া মুম্বই-গোয়া রুটে তেজস এক্সপ্রেস চলবে সপ্তাহে ৫ দিন| বর্ষার সপ্তাহে তিন দিন চলবে| থামবে দাদার, থানে, পানভেল, রত্নগিরি ও কুডাল স্টেশনে| ২০ কোচের এই ট্রেনে থাকছে একটি এগজিকিউটিভ এসি চেয়ার কার, সেই কামরায় ৫৬টি আসন রয়েছে| এছাড়া ১২টি এসি চেয়ার কার থাকছে, ৭৮টি আসন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *