BRAKING NEWS

এবার ডোপিং বিরোধী আইনে অভিযুক্ত আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ শাহজাদ

দুবাই, ১৪ এপ্রিল (হি.স.) : আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির ডোপিং বিরোধী আইনে অভিযুক্ত হলেন আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ শাহজাদ| আইসিসির তরফে জানানো হয়েছে, আফগান উইকেটরক্ষক-ব্যাটসম্যানের বিরুদ্ধে অ্যান্টি ডোপিং কোড লঙ্ঘন করার অভিযোগ উঠেছে| জানা গিয়েছে, গত ১৭ জানুয়ারি, তাঁর মূত্রের যে নমুনা শাহজাদ দিয়েছিলেন, তা পরীক্ষার জন্য ওয়াডা স্বীকৃত ল্যাবে পাঠানো হয়েছিল| আইসিসি জানিয়েছে, নমুনায় নিষিদ্ধ ক্লেনবু্যটেরল মিলেছে|
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থার কঠোর ডোপ বিরোধী আইনের আওতায় ক্রিকেটারকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়েছে| আগামী ২৬ এপ্রিল থেকে তা কার‌্যকর হবে| আইসিসির নিয়ম অনুযায়ী, সাসপেনসন কার‌্যকর হওয়ার পাঁচদিনের মধ্যে শাহজাদ দাবি করতে পারবেন তাঁর বি স্যাম্পল পরীক্ষা করার জন্য|
আবার ১২ দিনের মধ্যে এই সাসপেন্সের বিরুদ্ধে আবেদন করতে পারবেন শাহজাদ| সেক্ষেত্রে, যতদিন তাঁর বিচার প্রক্রিয়া শেষ না হচ্ছে, ততদিন এই সাসপেনসন মুলতুবি রাখার নির্দেশ দিতে পারে ট্রাইবু্যনাল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *