BRAKING NEWS

কায়রোয় চার্চে বিস্ফোরণে হত ১৩, আহত আরও ৪২ জন

কায়রো, ৯ এপ্রিল (হি.স.) : মিশরের কায়রোয় চার্চে বিস্ফোরণ । রবিবার দেশটির উত্তরে একটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটলে এতে অন্তত ১৩ জন নিহত হন । এই ঘটনায় অন্তত আরও ৪২ জন আহত হয়েছেন বলে জানা গেছে । আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এই নাশকতার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিন রাজধানী কায়রো থেকে ৬০ মাইল দূরে তান্তার ‘মার গ্রিগিস কপটিক’ গির্জায় একটি অনুষ্ঠানের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় চার্চে প্রার্থনার জন্য বহু মানুষ এসেছিলেন। তখনই বিস্ফোরণ হয় চার্চের ভেতর ।এই বিস্ফোরণে ১৩ জন নিহত হন । পুলিশ এসে চার্চের ভেতর থেকে রক্তাক্ত দেহগুলিকে বের করে নিয়ে যায়। ঘটনায় অন্তত আরও ৪২ জন আহত হয়েছেন ।আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ইজিপ্টের জনসংখ্যার মধ্যে ১০ শতাংশ খ্রীষ্টান বসবাস করে এবং তাঁদেরকেই বারংবার নিশানা করে ইসলামিক জঙ্গীরা। এই নাশকতার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর কায়রোতে এ ধরনের এক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি হয়, যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *