BRAKING NEWS

বাজেটে বরাদ্দ ৬০০ কোটি টাকা দিয়ে কর্মচারীদের বকেয়া মেটানো নিয়ে ধন্দে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ রাজ্য বাজেটে বরাদ্দ কর্মচারীদের জন্য ৬০০ কোটি টাকা দিয়ে তাদের দাবি কতটা পূরণ করা যাবে তা নিয়ে দ্বিধা ধন্দে রাজ্য সরকার৷ অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, কর্মচারীদের ৬০০ কোটি টাকা দিয়ে পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা চলছে৷ তবে, যত দ্রুত সম্ভব ঐ টাকা দিয়ে তাদের পাওনা যতটা মেটানো যায় সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার৷
কেন্দ্রীয় কর্মচারীদের সাথে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ ব্যবধান ৪১ শতাংশ৷ এরই পাশাপাশি কেন্দ্রীয় কর্মচারীরা সপ্তম বেতন কমিশন অনুসারে বেতন ভাতা পাচ্ছেন৷ ২০১৭-১৮ অর্থবছরের রাজ্য বাজেটে কর্মচারীদের জন্য যে ৬০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে তাতে গত পে রিভিউ কমিটির সুপারিশ অনুসারে সরকারি কর্মচারীদের যে হারে বেতন ভাতা বৃদ্ধি হয়েছিল সে তুলনায় কেবলমাত্র দশ শতাংশ বেতন ভাতা ঐ টাকায় বৃদ্ধি সম্ভব বলে দাবি কর্মচারী ফেডারেশনের৷ সেক্ষেত্রে ঐ ৬০০ কোটি টাকা দিয়ে রাজ্য সরকার ডিএ ব্যবধান কমাবে নাকি অন্য কোন পথ অবলম্বন করবে তা এখনো নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না৷
মঙ্গলবার মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, এখন মার্চ মাস চলছে৷ তাই অর্থদপ্তরের উচ্চ পদাধিকারীরা নানান কাজে ব্যস্ত৷ দুয়েকদিনের মধ্যেই চলতি অর্থবছরের বিভিন্ন হিসেব নিকেশ সমাপ্ত হওয়ার পর অর্থ দপ্তরের উচ্চ পদাধিকারীরা কর্মচারীদের বকেয়া পাওনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করবেন৷ অর্থমন্ত্রী জানান, তাদের নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব পরীক্ষা নিরীক্ষা করে কর্মচারীদের বকেয়া পাওনার কতটা মিটিয়ে দেওয়া সম্ভব তা জানানোর জন্য৷ অর্থমন্ত্রী বলেন, বাজেটে কর্মচারীদের জন্য যে ৬০০ কোটি টাকা রাখা হয়েছে এর বাইরে অতিরিক্ত অর্থ বহন করার ক্ষমতা রাজ্য সরকারের নেই৷ ফলে, ঐ টাকায় যতটা মিটিয়ে দেওয়া সম্ভব ততটাই মিটিয়ে দেবে রাজ্য সরকার৷
তাতে স্পষ্ট যে, আরো কিছুদিন সরকারি কর্মচারী ও পেনশনার্সদের অপেক্ষা করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *