BRAKING NEWS

ধর্ষণ সংক্রান্ত ঘটনায় দেবীপুরে ভিন্ন জনমত, মামলা হলেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, কমলাসাগর, ২৮ মার্চ৷৷ ধর্ষণ সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগরের দেবীপুর থানা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ একংশ জনগণের অভিযোগ চা বাগানের এক মহিলা শ্রমিক ধর্ষিতা হয়েছেন৷ আবার জনগণের আরেকটা অংশের অভিযোগ মহিলা ঐ যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে৷ এলাকাবাসীর দুই পক্ষের ভিন্ন মতামতের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ অন্যদিকে, থানায় মামলা হলেও পুলিশ গ্রেপ্তার করেনি অভিযুক্তকে৷
সংবাদে প্রকাশ, কমলাসাগরের দেবীপুর থানার অধীন ২৬ কার্ড এলাকার বাসিন্দা উত্তম দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এলাকারই এক গৃহবধূকে ধর্ষণ করেছে বলে৷ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবীতে শাসক দলের তরফ থেকে থানায় ডেপুটেশন ও মিছিল করা হয়েছে৷ জানা গিয়েছে, কমলা সাগরের মিয়া পাড়া চা বাগান এলাকার এক চাষীর মেয়েকে খোয়াইয়ের বাচাইবাড়িতে বিয়ে দেওয়া হয়৷ বর্তমানে ঐ গৃহবধূ দুই সন্তানের জননী৷ কিছুদিন আগে তার বাপের বাড়িতে বেড়াতে আসে৷ শনিবার রাস্তার পাশে একাকিত্বের সুযোগ পেয়ে ২৬ কার্ড এলাকার বাসিন্দা তথা দুই সন্তারের পিতা উত্তম দাস রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যায় এবং ঐ গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ দেবীপুর গো-প্রজনন কেন্দ্রের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ঐ মহিলাকে ধর্ষণ করা হয়৷ মহিলার চিৎকার শুনে এলাকারই এক যুবক এগিয়ে যায়৷ সেখানে গিয়ে উত্তমকে হাতেনাতে ধরে ফেলে বলে জানা গিয়েছে৷ ঐ যুবক মহিলাকে তার বাড়িতে পৌঁছে দেন৷ অন্যদিকে লোকলজ্জা ও দাম্পত্য জীবনের কথা ভেবে মহিলা প্রথমে বিষয়টি চেপে গিয়েছিলেন৷ পরে সোমবার রাতে উত্তম দাসের বিরুদ্ধে দেবীপুর থানায় মামলা দায়ের করা হয়৷
এদিকে, ধর্ষণের অভিযোগে ঐ নীরহ যুবককে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ উঠছে৷ এলাকাবাসীর একাংশের মারফত জানা যায় গত ২৫মার্চ মিয়া পাড়ার বাগানে কর্মরত তিন মহিলা শ্রমিক মদমত্ত অবস্থায় চা বাগানের পাশে হেলেদোলে যাচ্ছিল৷ তখনই দুই সন্তানের পিতা উত্তম দাস চা বাগানে কাজ সেরে রাস্তা দিয়ে যাচ্ছিল৷ তখন তিন মহিলা মধ্যে একজন মহিলা খুব অস্বাভাবিক অবস্থায় দাঁড়াতে পারছিল না৷ তখন তাকে ধরে নিয়ে বলটু ওরাং এর বাড়ির সামনে দিয়ে আসে উত্তম৷
জানা যায় ওরাং পরিবারের ঐ মহিলা বাপের বাড়িতে আসে অভাবের কারণে৷ মহিলাটির বিয়ে হয়েছিল খোয়াইতে৷ সেখান থেকে বাপের বাড়ি মিয়া পাড়া চা বাগানে আসে দশ থেকে বার দিন হবে৷ পরে ২৭ মার্চ প্রথমে শাসক দলের পক্ষ থেকে আসামী গ্রেপ্তারের দাবিতে মিছিল করে দেবীপুর বাজারে৷ মধুপুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলার বাপের বাড়ির পক্ষ থেকে৷ মিয়া পাড়ার চা বাগানের সর্দার শাহালম মিয়ার কাছ থেকে জানা যায়, এমন কোনো অভিযোগ তার কাছে আসেনি৷ মঙ্গলবার এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরী ঘটনাটির বিষয়ে কথা বলেও উভয়ের মধ্যে মীমাংসা করার পক্ষে মত ব্যক্ত করেন৷ জানা গিয়েছে, উত্তম দাস বিজেপি সমর্থিত বলে জানা যায়৷ ঘটনাটাকে একটা চক্রান্ত বলে অভিযোগ করছেন উত্তম দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *