আগরতলা, ২৭ মার্চ(হিঃস)৷৷ নয় মাস ধরে কাজের টাকা পায়নি অমরপুর ব্লকের অন্তর্গত রাকাং পঞ্চায়েতের ডালাক ফরেস্ট বিট অফিসের ২৭ জন শ্রমিক৷ এর পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ শ্রমিকরা ফরেস্ট অফিসে তালা ঝুলিয়ে দে ন৷ অফিসে তালা ঝুলানোর খবর পেয়ে আজ ঐ এলাকায় যান এস ডি এফ ও এবং ব্লকের বিডিও৷ তারা ক্ষুব্ধ শ্রমিকদের আগামী মাসের ১০ তারিখ টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানান৷
ঘটনার বিবরণে জানাগেছে, গকত ৯ মাস পূর্বে রেগার কাজ করিয়ে ছিল বন দপ্তর৷ কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকদের পাওনা টাকা মিটিয়ে দে য়নি বন দপ্তরের কর্তারা৷ যদিও এবিষয়ে বহুবার শ্রমিকদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় পঞ্চায়েত অফিসে এমন পঞ্চায়েত অফিস পর্যন্ত ঘেরাও করা হয়৷ কিন্তু কোন কাজ হয়নি বলে জানায় শ্রমিকরা৷ তাই তারা বাধ্য হয়ে সোমবার অপিসে তালা ঝুলিয়ে দেয়৷ তারা জানায় ঐ সময়ে তা রা ১৪৮ জন এক সাথে কাজ করেছিল৷ তাদের মধ্যে ১২১ জন টাকা পেয়ে গেছেন৷ কিন্তু বাকি ২৭ জনের টাকা মিটিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ৷ কিন্তু কি কারণে শ্রমিকরা টা কা পাচ্ছেন না তা ও তাদের জানানো হচ্ছে না৷
অফিসে তালা ঝুলানোর খবর পেয়ে আজ ঐ এলাকায় যান এস ডি এফ ও ব্লকের বিডিও৷ তারা ক্ষুব্ধ শ্রমিকদের আগামী মাসের ১০ তারিখ টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানান৷ ১০ তারিকের মধ্যে টাকা না পাওয়া গেলে অন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দিয়ে শ্রমিকরা তালা খুলে দেয়৷
2017-03-28

