সিলেট (বাংলাদেশ), ২৮ মার্চ (হি.স.) : সিলেটে জঙ্গি অভিযান শেষ| চার দিন লড়াইয়ের পর জঙ্গিমুক্ত হল সিলেটের আতিয়া মহল| তবে এখন মহলের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিস্ফোরক| সেই কারণেই সেনা অভিযান বন্ধের নির্দেশ এখনই দিচ্ছে না সেনাবাহিনী| কারণ যে কোনও মুহূর্তে আবারও হামলার আশঙ্কা রয়েছে বলে সূত্রে জানতে পেরেছে সেনাবাহিনী| এর আগে একাধিকবার মৌলবাদী জঙ্গিরা একের পর এক গ্রেনেড হামলা ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিরীহ মানুষের প্রাণ কেড়েছে| মঙ্গলবার বাংলাদেশে সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে|
অন্যদিকে, আতিয়া মহলে অভিযান চালাতে গিয়ে গুরুতর জখম লেফটেন্যাণ্ট কর্নেল আৱুল কালাম আজাদের শরীরের পাশাপাশি চোখের মধ্যেও বোমার স্পিণ্টার ঢুকেছে| প্রথমে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়| কিন্তু চিকিত্সার উন্নতি না হওয়ায় তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে|
গত চারদিন ধরে চলা এই জঙ্গি অভিযানের পর ব্রিগেডিয়ার জেনারেল ফকরুল হাসান বলেন, নিহত জঙ্গিদের শরীরে বিস্ফোরক বাঁধা আতিয়া মহলেও বেশ কিছু আইইডি রয়েছে| ওগুলোকে নিষ্ক্রিয় করা বেশ ঝুঁকির সম্পূর্ণ কাজ| তাই অত্যন্ত ঝুঁকি নিয়ে বিস্ফোরকগুলোকে সরানো হচ্ছে| এলাকাবাসীদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে|