BRAKING NEWS

সিএনজি ও পিএনজি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠক রাজ্যের সাংসদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ টিএনজিসিএল-কে সমগ্র ত্রিপুরা রাজ্যে সিএনজি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) এবং পিএনজি(পাইপ লাইন ন্যাচারাল গ্যাস) পরিষেবা দানে অনুমতি প্রদানের প্রস্তাব নিয়ে আজ দিল্লীতে পেট্রোলিয়াম দপ্তরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান -এর সাথে সাংসদ তথা টিএনজিসিএল এর চেয়ারম্যান জীতেন্দ্র চৌধুরীর গুরুত্বপূর্ণ এক বৈঠক হয়৷ মন্ত্রী শ্রী চৌধুরীকে আশ্বস্ত করেছেন বর্তমান বিধির কারনে টিএনজিসিএলকে সমগ্র ত্রিপুরার নিকটবর্তী উৎস্য থেকে পাইপ লাইন টেনে সিএনজি এবং পিএনজি সরবরাহের লাইসেন্স দেয়া যাচ্ছেনা৷ যেহেতু টিএনজিসি এল একটি সম্পূর্ণ সরকারী সংস্থা, তিনি দ্রুত সংশ্লিষ্ট বিধির সংশোধনের ব্যবস্থা করবেন৷
উল্লেখ্য, টিএনজিসিএল আগরতলা শহরে পাইপ লাইনের মধ্যে সাতাশ সহস্রধিক বাড়ীতে রান্নার গ্যাস সরবরাহ করছে৷ আগরতলায় ৪টি এবং উদয়পুর ১টি পিএনজি স্টেশনের মাধ্যমে ৫,৪২৩টি গাড়ী, ৯,৭৫১টি অটো, ৩৫২টি বানিজ্যিক এবং ২৭টি শিল্প প্রতিষ্ঠান চলছে৷ আগামী তিন মাসের মধ্যে খোয়াই এবং তেলিয়ামুঢ়াতে সিএনজি স্ট্যাশন চালু হবে৷ টিএনজিসিএল-এর ভবিষ্যৎ পরিকল্পনায় আগামী দুই বছরের মধ্যে দক্ষিণ জেলার মনুবাজার, বিলোনীয়া, জোলাইবাড়ী এবং শান্তিরবাজার, সিপাহীজলা জেলার সেকেরকোট, বিশ্রামগঞ্জ এবং মেলাঘর এবং গোমতী জেলার অমরপুরে সিএনজি স্ট্যাশন স্থাপনের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে৷ উদয়পুর শহরে ও আগরতলা শহরে পাইপ লাইনের মাধ্যমে বাড়ী বাড়ী রান্নার গ্যাস সরবরাহের পরিকল্পনা হবে নেয়া হয়েছে৷ কিন্তু পিএনজিআরবি-এর অনুমতি না থাকার কারনে আগরতলার বাইরে নিকটবর্তী প্রাকৃতির গ্যাস এবং উৎস্য থেকে পাইপ লাইন টেনে এই প্রকল্প সমূহ চালু করা যাচ্ছেনা৷ আগরতলা থেকে সিলিন্ডার ভরে গাড়ীতে করে সরবরাহ করতে গিয়ে ও লাভজনক হচ্ছেনা৷ শ্রী চৌধুরী মন্ত্রীকে পিএনজিআরবি দ্রুত সংশোধনী আনার মাধ্যমে রাজ্যে পেট্রোলিয়ামের বিকল্প গাড়ীর জ্বালানী সরবরাহ, রান্নার গ্যাস বাড়ী বাড়ী পৌঁছে দেয়া এবং পরিবেশ রক্ষার সহযোগিতীয় অনুরোধ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LOKSABHA ELECTION 2024

Party Wise Results Status

PartyWonLeadingTotal
Bharatiya Janata Party - BJP2400240
Indian National Congress - INC99099
Janata Dal (Secular) - JD(S)202
Samajwadi Party - SP37037
Telugu Desam - TDP16016
Shiv Sena (Uddhav Balasaheb Thackrey) - SHSUBT909
Communist Party of India (Marxist) - CPI(M)404
Aam Aadmi Party - AAAP303
Hindustani Awam Morcha (Secular) - HAMS101
Nationalist Congress Party - NCP101
Voice of the People Party - VOTPP101
Sikkim Krantikari Morcha - SKM101
Aazad Samaj Party (Kanshi Ram) - ASPKR101
All India Trinamool Congress - AITC29029
Dravida Munnetra Kazhagam - DMK22022
Janata Dal (United) - JD(U)12012
Nationalist Congress Party – Sharadchandra Pawar - NCPSP808
Shiv Sena - SHS707
Lok Janshakti Party(Ram Vilas) - LJPRV505
Yuvajana Sramika Rythu Congress Party - YSRCP404
Rashtriya Janata Dal - RJD404
Indian Union Muslim League - IUML303
Jharkhand Mukti Morcha - JMM303
Janasena Party - JnP202
Communist Party of India (Marxist-Leninist) (Liberation) - CPI(ML)(L)202
Viduthalai Chiruthaigal Katchi - VCK202
Communist Party of India - CPI202
Rashtriya Lok Dal - RLD202
Jammu & Kashmir National Conference - JKN202
United People’s Party, Liberal - UPPL101
Asom Gana Parishad - AGP101
Kerala Congress - KEC101
Revolutionary Socialist Party - RSP101
Zoram People’s Movement - ZPM101
Biju Janata Dal - BJD101
Shiromani Akali Dal - SAD101
Rashtriya Loktantrik Party - RLTP101
Bharat Adivasi Party - BHRTADVSIP101
Marumalarchi Dravida Munnetra Kazhagam - MDMK101
Apna Dal (Soneylal) - ADAL101
AJSU Party - AJSUP101
All India Majlis-E-Ittehadul Muslimeen - AIMIM101
Independent - IND707
Total5430543