রাজধানী এক্সপ্রেসে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা

গুয়াহাটি, ১৮ মার্চ (হি.স.) : গুয়াহাটি রেল স্টেশনে বাজেয়াপ্ত হয়েছে লক্ষাধিক টাকার নিষিদ্ধ গাঁজা|  শনিবার সকালে ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেসে তাল্লাশি চালাতে গিয়ে রেল পুলিশের হাতে উদ্ধার হয়েছে দশ কিলোগ্রাম ওজনের নিষিদ্ধ গাঁজা| এগুলির বাহককে গ্রেফতার করা হয়েছে|

রেল পুলিশের জনৈক আধিকারিক জানান, শনিবার সকালে তাঁদের দলবল গোটা ট্রেনে তালাশি চালাচ্ছিলেন| একটি কামরায় অতি সুন্দর একটি ব্যাগের ওপর তাঁদের সন্দেহ হয়| ওই সন্দেহের বশে ব্যাগে তাল্লাশি চালিয়ে গাঁজাগুলি উদ্ধার করেন তাঁরা| গাঁজা পাচারের সঙ্গে জড়িত জনৈক রোহিত সিংকে আটক করে রেল পুলিশের থানায় আনা হয়| সে তার জবানবন্দিতে নাকি বলেছে, এলাহাবাদে কোনও একটি নেশা কারবারি চক্রের হাতে এগুলি সমঝে দিতে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে নিয়ে আসছিল|

রেল পুলিশ সূত্রের দাবি, উদ্ধারকৃত গাঁজাগুলির বাজারমূল্য কমপক্ষে দেড় লক্ষ টাকা হবে| বিধি অনুযায়ী এগুলি সেন্ট্রাল কাস্টমস ও এক্সাইজ বিভাগের হাতে তোলে দেওয়া হবে বলেও জানান রেল পুলিশের আধিকারিকটি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *