সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা, বিশ্ব ভোক্তা দিবসের অনুষ্ঠানে জানালেন খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা রাজ্যের প্রতিটি স্বশাসিত সংস্থা এলাকায় একটি করে ভোক্তা সুরক্ষা সমিতি গড়ে তোলার জন্য ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধি ও ভোক্তা সাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, সারা বিশ্বে ১৫ মার্চ দিনটি বিশ্ব ভোক্তা দিবস হিসেবে পালন করা হয়৷ উদ্দেশ্য, ভোক্তাদের সচেতন করে তোলা৷ তবে রাজ্যে ভোক্তা সুরক্ষা সমিতি গড়ে উঠলে ভোক্তারা যেমন বঞ্চনার হাত থেকে রেহাই পাবেন তেমনি নানাভাবে উপকৃত হবেন৷ এ জন্য ভোক্তা সুরক্ষা সমিতি অত্যন্ত প্রয়োজন৷ মন্ত্রী শ্রী সাহা আজ রবীন্দ্র সতবার্ষিকী ভবনে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাচক্রে এই আহ্বান জানান৷
প্রদীপ জ্বেলে এই আলোচনাচক্রের উদ্বোধন করে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা বলেন, একজন সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা৷ ভোক্তাদের জন্য কতগুলি অধিকার আছে৷ তা জানতে হবে৷ দেখেশুনে জিনিস কিনতে হবে৷ ঠকে গেলে ভোক্তারা জেলাস্তরে, রাজ্যস্তরে ও জাতীয়স্তরের ভোক্তা আদালতে মামলাও করতে পারেন৷ দোষীদের ২ বছরের জেলও হতে পারে৷ তিনি বলেন, আমাদের রাজ্যে নতুন নতুন জেলা হয়েছে জেলাস্তরে ভোক্তা আদালত গড়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে৷ বর্তমানে সংশ্লিষ্ট জেলার জেলা ও দায়রা জজ এটা দেখভাল করেন৷ তিনি বলেন, ক্রেতা হিসেবে আপনাদের আইনগত অধিকার কেবল পণ্য ক্রয়ে নয়, নানা পরিষেবাতেও রয়েছে তাই পণ্য ক্রয় বা পরিষেবা লাভের পর রসিদ চেয়ে নিন৷ না দিলে মামলা করুন৷ ডিজিটাল যুগেও ভোক্তার অধিকার সম্পর্কে সচেতন হোন৷ ব্র্যান্ড-এর নাম বলে নিম্ন মানের দ্রব্য দিলে এর বিরুদ্ধে সোচ্চার হোন৷ তিনি বলেন, ভোক্তাগণ সচেতন হলেই এই অনুষ্ঠানের সার্থকতা আসবে৷ তাই স্ব স্ব এলাকায় ভোক্তা সুরক্ষা সমিতি গড়তে আগামী ১-২ মাসের মধ্যে প্রয়োজনীয় সভার কাজ সম্পন্ন করতে হবে৷ সভাপতির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা বলেন, উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই৷ আমরা প্রতিবছর ১৫ মার্চ বিশ্ব ভোক্তা দিবস এবং ২৪ ডিসেম্বর জাতীয় ভোক্তা সুরক্ষা দিবস হিসেবে পালন করি৷ ভোক্তাদের অধিকার সম্পর্কে ভোক্তাগণকে আরো সচেতন হতে হবে৷ বিশেষ অতিথির ভাষণে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহকারী সভাধিপতি মনমোহিনী দেবনাথ এবং ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রমিলা রায় (সরকার) গ্রাহকদের আরো সচেতন হবার আহ্বান জানান৷ বিশেষ অতিথির ভাষণে রাজ্য ভোক্তা সুরক্ষা কমিশনের সভাপতি বিচারপতি ইউ বি সাহা বলেন, ১৯৬২ সালের ১৫ মার্চ আমেরিকার রাষ্ট্রপতি জন এপ কেনেডি বিশ্ব ভোক্তা দিবসের সূচনা করেন৷ তিনি ভোক্তাদের জন্য স্বার্থ সুরক্ষা, তথ্য জানার অধিকার, পছন্দের অধিকার, অভিযোগ জানানোর অধিকার এবং শিক্ষার অধিকার এই ৫টি অধিকারের কথা লিপিবন্ধ করেন৷ আমাদের দেশে ১৯৮৬ সাল থেকে ২৪ ডিসেম্বর দিনটি জাতীয় ভোক্তা দিবস হিসেবে পালিত হয়ে আসছে৷ এছাড়া, বক্তব্য রাখেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক ঊষাজেন মগ এবং পশ্চিম জেলা ভোক্তা ফোরামের সভাপতি আশীষ পাল৷ উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা ড দেবাশীষ বসু সহ বহু ভোক্তা সাধারণ৷ স্বাগত ভাষণ দেন সদর মহকুমা শাসক ড সমিত রায় চৌধুরী৷ এ বছর ভোক্তা দিবসের মূলভাবনা হল – ডিজিটাল যুগে ভোক্তাদের অধিকার৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন আবর্তন-এর শিল্পীগণ৷ খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, সদর মহকুমা প্রশাসন ও পশ্চিম জেলা প্রশাসন যৌথভাবে এই আলোচনাচক্রের আয়োজন করে৷ শেষে আয়োজিত হয় ক্যুইজ প্রতিযোগিতা৷ অতিথিগণ ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷ ধন্যবা জ্ঞাপন করেন সংশ্লিষ্ট দপ্তরের সহ অধিকর্তা মানিক চন্দ্র সাহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *