দেশে গণতন্ত্র গুরুত্ব হারাচ্ছে, ধর্মের নামে বিভাজন চলছে ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ মার্চ৷৷ কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ায় দেশে গণতন্ত্র গুরুত্ব হারাচ্ছে৷ ধর্মের নামে সাম্প্রদায়িক বিভাজন চলছে৷ শুধু তাই নয় দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ রাজ্যগুলিকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার৷ গরীব অংশের মানুষের বেঁচে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে৷ শুক্রবার ঋষ্যমুখের মতাই উচ্চ মাধ্যমিক সুকলে মা মহিনী ত্রিপুরার মত্যুর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে স্মরণ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার একথাগুলি বলেন৷
এদিন সমাবেশে তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে৷ তাই তিনি সকল অংশের জনগণকে চোখ খোলা রাখার পরামর্শ দিয়েছেন৷ পাশাপাশি সতর্ক থাকতেও বলেছেন৷ সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার আরও বলেন, কংগ্রেস এবং বিজেপি একই আধুলির এপিট ওপিট৷ ওরা সাম্প্রদায়িক৷ স্বৈরাচারী মনোভাব নিয়ে চলছে৷ তিনি অভিযোগ করেন, স্বাধীনতার সময় এই দুই দলের কোন ভূমিকা ছিল না৷ এই দুটি দল ব্রিটিশদের সাহায্য করেছে৷ এই দুই দল কেন্দ্রের ক্ষমতায় এসে দেশের জনগণকে বেঁচে থাকার জন্য কোন সঠিক দিশা দেখাতে পারেনি৷
মানিকবাবু রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞের কথা উল্লেখ করে বলেন, কেন্দ্রীয় সরকার নানা ভাবে বঞ্চিত করে চলেছে৷ গরীব অংশের জনগণের জন্য বামফ্রন্ট সরকার সাধ্যমতো কাজ করে চলেছে৷ কিন্তু, নানা ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকার৷ নরেন্দ্র মোদি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এসে দেশের ৯ কোটি বেকারকে কর্মসংস্থানের তথা চাকুরীর সুযোগ করে দেবে৷ তিন বছর অতিক্রান্ত হয়েছে৷ এখনও পর্যন্ত দুই কোটি বেকারকেও চাকুরীর ব্যবস্থা করে দিতে পারেনি৷ যেখানে বিভিন্ন রাজ্যে চাকুরী দেওয়া হচ্ছে না৷ সেখানে ত্রিপুরার বামফ্রন্ট সরকার প্রতিনিয়ত সরকারী চাকুরী দিচ্ছে সাধ্যমতো৷ তাই কোন ধরনের প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য মানিকবাবু সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷
এদিনের সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সহ সিপিএমের স্থানীয় নেতৃবৃন্দ৷ প্রসঙ্গত, ১৯৬৮ সালের ১৭ মার্চ ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের নেত্রী তথা বামফ্রন্টের জননেত্রী মা মহিনী ত্রিপুরা আন্দোলন করতে গিয়ে শহিদ হয়েছিলেন৷ তাঁর মৃত্যুর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন মতাইয়ে স্মরণ সমাবেশের আয়োজন করা হয়৷ তাছাড়াও প্রয়াতার স্মৃতিতে বেশ কিছু প্রকল্পের সূচনা করা হয়েছে ঐ এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *