BRAKING NEWS

জঙ্গির বাবার সিদ্ধান্তে গর্বিত গোটা দেশ, বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর, পালটা ধন্যবাদ জানালেন মৃত জঙ্গি সইফুল্লার বাবা

নয়াদিল্লি ও লখনউ, ৯ মার্চ (হি.স.): দীর্ঘ ১২ ঘন্টা গুলির লড়াই শেষে সইফুল্লা নামে এক জঙ্গিকে খতম করেছে উত্তর প্রদেশ পুলিশ| কিন্তু, নিহত জঙ্গির দেহ নিতে অস্বীকার করেছেন তার বাবা মহম্মদ সরতাজ| তিনি জানিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমার সন্তান বিশ্বাসঘাতক| আমরা কোনওমতেই বিশ্বাসঘাতকের দেহ নেব না|’ সন্দেহভাজন আইএস জঙ্গি সউফুল্লার বাবা তার দেহ নিতে অস্বীকার করায় গর্বিত কেন্দ্রীয় সরকার-গর্বিত গোটা দেশ, সংসদে দাঁড়িয়ে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয়ভাগে লখনউয়ে আইএস জঙ্গি নিধন এবং মধ্যপ্রদেশের শাজাপুরে প্যাসেঞ্জার ট্রেনে বিস্ফোরণ নিয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং|

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘জঙ্গি সইফুল্লার বাবা তার দেহ নিতে অস্বীকার করেছেন| সত্যি এমন পিতার জন্য গর্বিত গোটা দেশ| আশা করি গোটা কক্ষই এই সিদ্ধান্তের জন্য মহম্মদসরতাজকে নিয়ে গর্বিত|’ প্রসঙ্গত, ছেলের দেহ নিতে অস্বীকার করে সইফুল্লার বাবা সরতাজ বলেছিলেন, ‘আমরা ভারতীয়| এখানেই আমাদের জন্ম| আমাদের পূর্বপুরুষরাও সব এ দেশে জন্মেছেন| সেই বাড়িতে কোনও বিশ্বাসঘাতক কী করে জন্মায়? দেশবিরোধী কাজে যে জড়িত সে কিছুতেই আমার ছেলে হতে পারে না| স্পষ্ট জানাতে চাই, বিশ্বাসঘাতক আমার সন্তান নয়| আমরা কোনও মতেই বিশ্বাসঘাতকের দেহ নেব না| ও শুধু আমাদের পরিবার নয়, গোটা দেশের মাথা নত করে দিয়েছে|’

একজন ভারতীয় হিসেবে জঙ্গি ছেলের মৃতদেহ কখনওই গ্রহণ করবেন না | প্রকাশ্যে জানিয়ে দেন সইফুল্লার বৃদ্ধ বাবা| তার বাবার মনের জোর দেখে তাঁকে কুর্নিশ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং | তাঁকে ধন্যবাদও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী | শুধু তাই নয়, মহম্মদ সরতাজের জন্য সরকার গর্ববোধও করছে বলেও মন্তব্য করেন রাজনাথ সিং | সংবাদমাধ্যমে সেই খবর দেখে মুখ খোলেন মহম্মদ সরতাজ | কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পালটা ধন্যবাদ জানান তিনি | বলেন, গোটা দেশের কাছে এটা একটা বার্তা যে আমাদের মত মানুষকেও কত ইজ্জত দেন স্বরাষ্ট্র মন্ত্রী |

ছেলে দেশদ্রোহী আইএস-এর মত ভয়াভহ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ দিয়ে, ভারতের ক্ষতি করতে চেয়েছে, তার ফলও পেয়েছে হাতেনাতে | এটিএসের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে আইএস-এর খোরাসান মডিউলের সদস্য সইফুল্লা | আর তারপরই জঙ্গি ছেলের মৃতদেহ নিতে অস্বীকার করেন তার বাবা সরতাজ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LOKSABHA ELECTION 2024

Party Wise Results Status

PartyWonLeadingTotal
Bharatiya Janata Party - BJP2400240
Indian National Congress - INC99099
Janata Dal (Secular) - JD(S)202
Samajwadi Party - SP37037
Telugu Desam - TDP16016
Shiv Sena (Uddhav Balasaheb Thackrey) - SHSUBT909
Communist Party of India (Marxist) - CPI(M)404
Aam Aadmi Party - AAAP303
Hindustani Awam Morcha (Secular) - HAMS101
Nationalist Congress Party - NCP101
Voice of the People Party - VOTPP101
Sikkim Krantikari Morcha - SKM101
Aazad Samaj Party (Kanshi Ram) - ASPKR101
All India Trinamool Congress - AITC29029
Dravida Munnetra Kazhagam - DMK22022
Janata Dal (United) - JD(U)12012
Nationalist Congress Party – Sharadchandra Pawar - NCPSP808
Shiv Sena - SHS707
Lok Janshakti Party(Ram Vilas) - LJPRV505
Yuvajana Sramika Rythu Congress Party - YSRCP404
Rashtriya Janata Dal - RJD404
Indian Union Muslim League - IUML303
Jharkhand Mukti Morcha - JMM303
Janasena Party - JnP202
Communist Party of India (Marxist-Leninist) (Liberation) - CPI(ML)(L)202
Viduthalai Chiruthaigal Katchi - VCK202
Communist Party of India - CPI202
Rashtriya Lok Dal - RLD202
Jammu & Kashmir National Conference - JKN202
United People’s Party, Liberal - UPPL101
Asom Gana Parishad - AGP101
Kerala Congress - KEC101
Revolutionary Socialist Party - RSP101
Zoram People’s Movement - ZPM101
Biju Janata Dal - BJD101
Shiromani Akali Dal - SAD101
Rashtriya Loktantrik Party - RLTP101
Bharat Adivasi Party - BHRTADVSIP101
Marumalarchi Dravida Munnetra Kazhagam - MDMK101
Apna Dal (Soneylal) - ADAL101
AJSU Party - AJSUP101
All India Majlis-E-Ittehadul Muslimeen - AIMIM101
Independent - IND707
Total5430543