BRAKING NEWS

সমুদ্রের তলদেশে পৌঁছতে এবার সাবমার্সিবল তৈরি করছে চিন

china-map বেজিং, ২৩ জানুয়ারি (হি.স.) : সমুদ্রের তলদেশে পৌঁছতে এবার মানুষবাহী সাবমার্সিবল তৈরি করতে চলেছে চিন| চিনের জাহাজ নির্মাণ শিল্প কর্পোরেশন(সিএসআইসি) এই প্রকল্পে কাজ শুরু করেছে| চিনের প্রথম গভীর সমুদ্রে পেঁৗছাতে সাবমার্সিবল, জিয়াওলোং নির্মান করে এই সংস্থা| ২০১২-তে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতে ৭,০৬২ মিটার গভীরে পৌঁছে এই জিয়াওলোং চিনে রেকর্ড গড়ে| এর ফলে এই জাহাজ পৃথিবীর ৯৯.৮ শতাংশ সামুদ্রিক তলদেশে অনুসন্ধানে সক্ষম হয়ে উঠবে| সিএসআইসি এক মানুষবাহী সাবমার্সিবল নির্মাণ করতে চলেছে, যা সাড়ে চার হাজার মিটার গভীর পর‌্যন্ত পৌঁছতে পারবে| সিনহূয়ার একটি রিপোর্টের মতে, এই সাবমার্সিবল নির্মাণের প্রায় শেষ পর‌্যায়ের কাজ চলছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *