কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): আশা রয়েছে প্রচুর| মনে বহু আশা জাগিয়েই শুক্রবার থেকে শুরু হল দু’দিনের বেঙ্গল গ্লোবাল

বাণিজ্য সম্মেলন| প্রধান অতিথি হিসেবে মঞ্চে হাজির ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ কয়েকজন বিদেশি অতিথি| প্রদীপ প্রজ্বলন করে বেঙ্গল গ্লোবাল বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়|
এ বারের বাণিজ্য সম্মেলনে ব্রিটেন, রাশিয়া ও আমেরিকার শিল্পসংস্থা ও বাণিজ্যিক প্রতিনিধিদের উপস্থিতি অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে| রাজ্য সরকারের ঢালাও প্রশংসা করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এদিন বলেছেন, ‘এই রাজ্য যে পরিমাণ রাজস্ব আদায় করেছে, তা এককথায় অবিশ্বাস্য| আমি দীর্ঘদিন অর্থমন্ত্রী ছিলাম| আমি জানি রাজস্ব বাড়ানো কতটা কঠিন| পরিকাঠামো তৈরির ক্ষেত্রে এই সরকার খুবই সাফল্য পেয়েছে| এই রাজ্যে বিনিয়োগের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে|’ রাষ্ট্রপতির ঠিক আগেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি বলেছেন, ‘এই বাংলাই হতে পারে বিনিয়োগের আদর্শ জায়গা| আসুন, এই বাংলায় বিনিয়োগ করুন| যে কোনও সমস্যা হলে জানান, ২৪ ঘন্টার মধ্যে সমাধান হয়ে যাবে|’ মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত বেঙ্গল গ্লোবাল বাণিজ্য সম্মেলনের শুরুতে এদিন বক্তব্য রাখেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়| পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বাণ জানান তিনি| সৌরভ বলেছেন, ‘বাংলায় আসুন, বিনিয়োগ করুন| বাংলায় বিভিন্ন রকম শিল্পের উপযুক্ত পরিবেশ আছে|’