BRAKING NEWS

বিধানসভায় পাশ প্রস্তাব, ঘরে ফিরবেন কাশ্মীরী পন্ডিতরা

J&Kজম্মু, ১৯ জানুয়ারি (হি.স.) : এবার ঘরে ফিরবেন কাশ্মীরী পন্ডিতরা| বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীর উপত্যকায় ফিরতে দেওয়ার অনুকূল পরিবেশ তৈরির জন্য প্রস্তাব গৃহীত হল জম্মু ও কাশ্মীর বিধানসভায় | এদিন সভা বসার পর প্রস্তাবটি পেশ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা | এরপর স্পিকার কবীন্দ্রি গুপ্ত প্রস্তাবটি পাশ করার জন্য পেশ করলেন, সেটি ধ্বনিভোটে গৃহীত হয় |
প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর রাজ্যের সংসদীয় বিষয়ক মন্ত্রী আবদুল রহমান ভিরি ওই প্রস্তাব সভায় পেশ করার অনুমতি দেন| এরপর প্রস্তাবটি পেশ করেন ওমর আবদুল্লা | তিনি বলেন, ২৭ বছর আগে কাশ্মীরে এক দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, যার পরিণামে কাশ্মীরী পন্ডিত সম্প্রদায়, শিখদের ও কিছু মুসলিম বাধ্য হয়ে ভিটেমাটি ছেড়ে চলে গিয়েছিলেন| তাঁদের উপত্যকা ছাড়ার ২৭টি বছর কেটে গিয়েছে| এখন আমাদের যাবতীয় রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ওদের প্রত্যাবর্তনের জন্য সভায় প্রস্তাব পাশ করা উচিত|
এরপর স্পিকার কবীন্দ্রি গুপ্ত প্রস্তাবটি পাশ করার জন্য পেশ করলেন, সেটি ধ্বনিভোটে গৃহীত হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *