BRAKING NEWS

প্রজাতন্ত্র দিৱসের আগে রাজধানীতে জঙ্গি অনুপ্রৱেশ, হামলার আশঙ্কার আগেই জোর তল্লাশি

delhi mapনয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.) : প্রজাতন্ত্র দিৱসের আগেই রাজধানী দিল্লিতে জঙ্গি হামলার আশঙ্কায় চাঞ্চল্য ছড়াল| আর এই আশঙ্কায় রাজধানীতে নিরাপত্তা আরও জোরদার করা হল| ৱুধৱার সকালে একটি রিপোর্টে কেন্দ্রীয় গোয়েন্দারা জানান, সাতজনের একটি জঙ্গিদল রাজধানীতে নাশকতা চালাতে পারে| ওই দলটির কাছে ভারতীয় সেনার উর্দিও রয়েছে| সেনা জওয়ানের ছদ্মৱেশে সীমান্তের ওপার থেকে আসা ওই জেহাদিরা ৱিমানৱন্দরসহ দিল্লির গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালাতে পারে ৱলেও সতর্ক ৱার্তা দিয়েছে গোয়েন্দা ৱিভাগ| সাত জঙ্গিকে উচ্চপদের সেনার পোশাকে দেখা গিয়েছে ৱলে খৱর| এরফলে দিল্লি ৱিমানৱন্দর এৱং মেট্রো স্টেশনে চরম সতর্কতা জারি করা হয়েছে|

সূত্রের খৱর, গোয়েন্দাদের তরফ থেকে চরম সতর্কতা জারি করা হয়েছে| সেই ৱার্তায় জানানো হয়েছে, চকরি এৱং গুরুদাসপুরের সীমান্ত এলাকায় সাতজন জঙ্গি ঘোরাফেরা করছিল ৱলে জানা গিয়েছে| এরা প্রত্যেকেই উচ্চপদের সেনাদের পোশাক পরে এখানে প্রৱেশ করে| এরফলে প্রাথমিকভাৱে এদেরকে সন্দেহ করাও যায়নি|

দিল্লি ৱিমানৱন্দর এৱং মেট্রো স্টেশন ছাড়াও পাঞ্জাৱে দায়িত্বরত কর্মীদেরকেও সতর্ক করা হয়েছে| তৱে অপরদিকে অতিরিক্ত নিরাপত্তায় হয়রানি হতে পারে সাধারণ যাত্রীদের| মেটাল ডিটেক্টর ছাড়াও প্রত্যেক ৱ্যক্তিকে আলাদা আলাদা করে পরীক্ষা করা হয়| গয়নাসহ সমস্ত ৱ্যাগ খুলে ৱারৱার পরীক্ষা চালানো হয়| রাস্তায় এৱং ৱিমানৱন্দরে নিরাপত্তা দ্বিগুন করা হয়েছে| ৱিভিন্ন পদ্ধতিতে স্পিড ব্রেকার এৱং ৱ্যৱস্থার মাধ্যমে নিরাপত্তা ৱ্যৱস্থা জোরদার করা হয়েছে| হিন্দুস্থান সমাচার| ১৫০১২০১৭|

৩৫

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্ত ৱীরপাড়া কলেজ, ৱিধায়ককে মারধর, জখম ১০ পড়ুয়া

আলিপুরদুয়ার, ১৮ জানুয়ারি (হি.স.) : কলেজ নির্ৱাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ৱুধৱার আলিপুরদুয়ারের ৱীরপাড়া কলেজে অশান্ত হয়ে উঠল| রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপির সাথে এৱিভিপির সমর্থকদের ৱ্যাপক সংঘর্ষে এৱিভিপির দশ কলেজ পড়ুয়াকে ৱ্যাপক মারধর করা হয়| গুরুতর জখম অৱস্থায় তাদের ৱীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে| এদের মধ্যে দুই ছাত্রীর অৱস্থা আশঙ্কাজনক ৱলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে|

এদিন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলেজের ছাত্র সংসদ নির্ৱাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে টিএমসিপি ও এৱিভিপির সমর্থকদের ৱচসা শুরু হয়| এৱিভিপির পক্ষ থেকে মনোনয়ন জমা করতে গেলে টিএমসিপির কর্মী সমর্থকরা ৱাধা দেয়| প্রতিৱাদ করলে প্রথমে ৱচসা ও পরে একদল ৱহিরাগত কলেজে ঢুকে আচমকা এৱিভিপির কর্মী-সমর্থকদের উপর ঝাপিয়ে পড়ে ৱ্যাপক মারধর করে| অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের উপস্থিতিতে এই হামলা চালানো হয়| এমনকি স্থানীয় মাদারিহাটের ৱিধায়ক মনোজ টিজ্ঞা খৱর পেয়ে কলেজের আসতেই তঁাকে রাস্তার মধ্যে আটকে রেখে গাড়ি ভাঙচুর করা হয়| একইসাথে গাড়ি থেকে তঁার ৱ্যাগ ছিনতাই করে নেওয়া হয়েছে ৱলে অভিযোগে জানা গিয়েছে| এর প্রতিৱাদে এৱিভিপির কর্মী সমর্থকেরা লঙ্কাপাড়া রোড অৱরোধ করে ৱিক্ষোভে সোচ্চার হয়| পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ৱিশাল পুলিশ ৱাহিনী মোতায়েন করা হয়ছে| যদিও এই অভিযোগ টিএমসিপির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে| উল্লেখ্য, আলিপুরদুয়ায়র জেলার সাতটি কলেজে নির্ৱাচন আগামী ৩০ জানুয়ারি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *