নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : সেনা দিবসে দেশের জওয়ানদের প্রতি সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬৯ তম সেনা দিবসে টুইট সৈন্যদের সাহসিকতাকে অভিবাদন জানিয়েছেন। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, “সব সেনাকর্মী, অবসরপ্রাপ্ত সেনা ও তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাই। আমরা ভারতীয় সেনার পরিষেবাকে কুর্নিশ জানাই।” তিনি জানান, একদম সামনে থেকে দেশের মানুষদের রক্ষা করে সেনা জওয়ানরা। শুধু তাই নয় দেশের মধ্যে কোনও বিপর্যয় হলে দেশবাসীকে রক্ষা করেন তাঁরা। দেশের ১২৫ কোটি মানুষ যাতে শান্তিতে থাকতে পারেন তার জন্য নিজেদের জীবনকে বাজি রাখেন জওয়ানরা।
2017-01-15