BRAKING NEWS

যুব দিবসে দুর্নীতিমুক্ত অসম গড়ার ডাক মুখ্যমন্ত্রী সর্বানন্দের

sarbananda-sonowalগুয়াহাটি, ১২ জানুয়ারি, (হি.স.) : ‘ঘুস দেবও না, ঘুস নেবও না’নীতি অবলম্বন আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন রাজ্যের মু্খ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। বৃহস্পতিবার স্থানীয় তীর্থনাথ শর্মা ভবন প্রেক্ষাগৃহে প্রেদশ বিজেপি আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানিয়ে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রত্যককে তাঁদের জীবনশৈলীর সঙ্গে সম্পৃক্ত হওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।বিবেকানন্দের ১৫৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত যুব দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ বলেন, মাত্র ৩৮ বছরের জীবনকালে স্বামীজি সমগ্র দেশ তথা জাতির জন্য যে অমূল্য আদর্শ, অবদান রেখে গিয়েছেন তাতে তাঁকে প্রকৃত সমাজ সংস্কারক হিসেবে যুগ যুগ অমর করে রাখবে। প্রাসঙ্গিক বক্তব্যে তিনি তাঁর পূর্বসূরি কংগ্রেসকেও কটাক্ষ করেছন। বলেন, গত পনেরো বছরের কার্যকালে অসমের কর্মসংস্কৃতিকে একেবারে তছনছ করে গিয়েছে। এ থেকে রাজ্যকে রক্ষা করতে হবে। তাই আজই যুব দিবসের দিন থেকে দুর্নীতিমুক্ত অসম গড়ার কাজে সবাইকে পণ নিতে হবে।প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিতকুমার দাস, সাংসদ রামপ্রসাদ শর্মা-সহ বহু দলীয় নেতাদের উপস্থিতিত আয়োজিত অনুষ্ঠানে অন্য প্রসঙ্গে জানান, রাজ্যের চা বাগানগুলিতে এখন পর্যন্ত ৬.৪২ লক্ষ ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। খুব শীঘ্ৰই অসম্পূর্ণগুলিকে সম্পূর্ণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। জাতীয় নাগরিকপঞ্জি নবায়ন (এনআরসি) প্রসঙ্গে জানান, ‘ভুলেও এনআরসি-তে কোনও বিদেশির নাম অন্তর্ভুক্ত হবে না। ছয় কোটির বেশি নথিপত্র পরীক্ষা করতে হচ্ছে যদিও এই ভুল যাতে না হয় সে ব্যাপারে বিভাগীয় কর্তৃপক্ষকে তিনি সতর্ক করে দিয়েছেন বলেও জানান মু্খ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।এদিকে, এই অনু্ষ্ঠানের পর মহানগরের বামুনিমৈদামে শান্তিগিরি এনআরএল ইনস্টিটিউট অব প্যারা মেডিক্যাল সায়েন্স নামের একটি প্ৰতিষ্ঠানের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্ৰী । এখানেও উপস্থিত ছিলেন সাংসদ আরপি শৰ্মা-সহ বিশিষ্টরা। ৩০জন দরিদ্ৰ পড়ুয়াকে প্ৰশিক্ষণ দিয়ে কর্মসংস্থাপন দেবে প্ৰতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *