দেশকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজন সাহসী পদক্ষেপের : অর্থমন্ত্রী

jetleyগান্ধীনগর, ১১ জানুয়ারি (হি.স.): দেশকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজন সাহসী পদক্ষেপের| বুধবার গুজরাটের গান্ধীনগরে অষ্টম ভাইব্র‌্যান্ট সামিটে এই দাবিই করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| একই সঙ্গে নোট বাতিল নিয়ে বিরোধীদের আন্দোলনের কড়া সমালোচনা করে জেটলি বলেছেন, অত্যধিক কাগজের নোটের অপকারিতা রয়েছে, কারণ তা প্রলোভন জোগায়|
কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রশংসা করে জেটলি এদিন বলেছেন, ‘ঐতিহাসিক সিদ্ধান্ত প্রথমে কিছুটা বেদনাদায়ক হয়| তবে এর সুদূরপ্রসারী প্রভাব আমাদের বর্তমান ও ভবিষ্যত্ জীবনকে সমৃদ্ধ করবে|’ গত বছরের ৮ নভেম্বর মধ্যরাত থেকে বাতিল করে দেওয়া হয় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট| নোট বাতিলের পর কেটে গিয়ে দুই মাস| তবে, থামেনি বিরোধীদের প্রতিবাদ-আন্দোলন| এই পরিস্থিতিতে অর্থমন্ত্রী বলেছেন, ‘বেশিরভাগ সমস্যাই মিটিয়ে নেওয়া সম্ভব হয়েছে| কিছু সমস্যা রয়েছে বটে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার সমাধান হয়ে যাবে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *