জয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের হুলিয়া জারী ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার বটতলার জয়নগর থেকে দশমীঘাট যাওয়ার পথে দুই পাশের অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করে দেওয়ার হুলিয়া জারী করা হয়েছে৷ স্থানীয় বিধায়কের নির্দেশে কিছু ক্যাডার ফুটপাতের ঐসব ব্যবসায়ীদের রাস্তার দুই পাশের দখল ছাড়ার নির্দেশ দেন৷ অবশ্য এক্ষেত্রে পুর নিগমের টাস্ক ফোর্স নামানো হয়নি৷ ১৮ জানুয়ারীর মধ্যে দোকানপাট তুলে নিয়ে যাওয়ার শেষ সময় সীমা বেধে দেওয়া হয়েছে৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সংশ্লিষ্ট ফুটপাত ব্যবসায়ীদের মধ্যে৷ ফুটপাত ব্যবসায়ীরা জানান উন্নয়নের স্বার্থে দোকানপাট সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের কোন আপত্তি নেই৷ কিন্তু, যারা বিগত ১৫-২৫ বছর ধরে এসব স্থানে ব্যবসা করে জীবন জীবিকা অর্জন করে চলেছেন তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে৷ বিকল্প পুণর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করা তারা কোনও ভাবেই মেনে নেবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ তাতে স্বাভাবিক কারণেই ঐসব ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে ঝামেলা চরম আকার ধারণ করার আশঙ্কা রয়েছে৷ এদিকে, রাজধানী আগরতলা শহরের বিভিন্ন রাস্তায় ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে বহু ক্ষুদ্র ব্যবসায়ী৷ তাদের পুণর্বাসনের ব্যবস্থা না করা হলে শহরের সৌন্দয্য বিঘ্নিত হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *