নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৫ জানুয়ারি৷৷ বৃহস্পতিবার শিক্ষকের প্রহারে আহত হল এক সুকল পড়ুয়া ছাত্র৷ ঘটনাটি ঘটে বিশালগড়স্থিত অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে৷ সাগর গোস্বামী নামে দশম শ্রেণীতে পাঠরত৷ ক্লাসরুমে কথা বলায় শিক্ষকের প্রহারে আহত হয় সুকল ছাত্র সাগর গোস্বামী৷ আহত ছাত্রের বাড়ি বিশালগড়স্থিত পূর্ব পশ্চিম লক্ষ্মীবিল এলাকায়৷ আহত ছাত্রের মা, দাদু, অভিযোগ সামান্য দোষের কারণে সাগরকে কঠোরভাবে প্রহার করেছিল বিদ্যালয়ের শিক্ষক৷ সবটাই পরিকল্পিতভাবে হয়েছে বলে দাবি করেন অভিভাবকরা৷ সামান্য একটু কথা বলার জন্য তাকে গলায় ধরে ক্লাস রুমের দেয়ালের সাথে মাথায় আঘাত করে বলে জানায় সাগর নিজেই৷ অন্যদিকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছ থেকে জানা যায়, শিক্ষক বিশ্বনাথ ভৌমিক ছাত্রছাত্রীদের প্রায় দিনই ক্লাস ভেতরে মারধর করে৷ বৃহস্পতিবার দশম শ্রেণীতে পাঠরত ছাত্র সাগর গোস্বামী ক্লাসরুমে কথা বলার অপরাধে তাকে বেধড়কভাবে প্রহার করে৷ সুকল থেকে সঙ্গে সঙ্গে সাগর গোস্বামীকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করার পর তাকে হাঁপানিয়া হাসপাতালে পাঠানো হয়৷ সাগরের অভিভাবকের পক্ষ থেকে জানা যায় শিক্ষক বিশ্বনাথ বাবু ছেলেটিকে দেখার জন্য হাসপাতালে আসেননি বা কোনরকম খোঁজ খবর নেয়নি৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলী সরকার জানিয়েছেন ছেলেটি আগেই অসুস্থ ছিল৷ সে অসুস্থতার জন্য এই রকম হয়েছে৷ তবে চিকিৎসার জন্য তারা অভিভাবকদের সাহায্য করছে বলে জানিয়েছেন৷
2017-01-06